…………………………………….
ইন্দ্রজিৎ আইচ
…………………………………….
কথায় বলে সব তীর্থ বারবার।গঙ্গা সাগর একবার। সামনেই আসছে পোষ সংক্রান্তি। সেই উপলক্ষে গঙ্গা সাগর মেলায় এবার ভক্ত সমাগম হবে কয়েক লক্ষ । এবার আর কুম্ভ মেলা নেই। তাই ভির হবে গঙ্গা সাগরে।সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার কলকাতার জেলা প্রশাসনিক দপ্তরে গঙ্গা সাগরমেলা উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসক অরিন্দ্র কুমার মিনা জানালেন এবারের গঙ্গাসাগর মেলাকে পরিবেশবান্ধব মেলা হিসেবে গড়ে তোলার সিদ্দান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকারের পরিবেশ দফতর ও দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এবারের গঙ্গাসাগর মেলাকে পরিবেশবান্ধব

মেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। গঙ্গাসাগর ও বকখালি উন্নয়ন পর্ষদের ব্যবস্থাপনায় গত বুধবার দুপুর থেকে প্লাস্টিক হঠাও, পরিবেশ বাঁচাও অভিযান কর্মসূচি নেওয়া হয়েছে। সেই উপলক্ষে বিশাল পদযাত্রা ও পথসভা করা হয়। গঙ্গা সাগর মেলায় থাকছে ৪ টি ঘাট, ১৩ টি বার্জ। মুড়ি গঙ্গায় ড্রেজিং হয়েছে। থাকছে সিসি টিভি, পুলিশি নিরাপত্তা, বাস স্ট্যান্ড, পানীয় জলের ব্যবস্থা, কোনো পূর্নাথি অসুস্থ হলে চিকিৎসা ব্যবস্থা, মারা গেলে বিমার ক্ষতি পূরণের ব্যবস্থা, থাকছে ডিজারস্টার ম্যানেজমেন্ট, এন জি ও, ১২০০ টয়লেট, এছাড়াও থাকছে ই চানের ব্যবস্থা। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত
ছিলেন জেলা পরিষদের সহসভাধিপতি তথা সাগর বকখালি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শ্রীমন্ত মালি সহ পুলিশ প্রশাসন ও ব্লক প্রশাসনের আধিকারিকরা।

