
- *কলকাতা, ৩১শে আগস্ট*: পাহাড় শব্দটার মধ্যেই লুকিয়ে আছে ছুটির আমেজ। কতই না ছবিই ভেসে ওঠে মনে। দার্জিলিং মেলে চেপে কয়েকদিন ছুটি কাটিয়ে আসা। দার্জিলিং থেকে সাত সকালে কাঞ্চনজঙ্ঘা দেখা আবার কখনও সেবকের রাস্তা ধরে সিকিম। আঁকাবাঁকা রাস্তা, ঝিরঝিরে ঝর্ণা, পাখির ডাক, কুয়াশা ঢাকা সবুজ আর পাহাড়ের বুক চিরে বইতে থাকা নদী। ঠান্ডার আমেজ নিতে হাজার হাজার দক্ষিণবঙ্গবাসী পাড়ি দেন পাহাড়ে। লম্বা ছুটি হোক আর লং উইকেন্ড মানেই বাঙালির ডেস্টিনেশন পাহাড়। আর এখন শুধু উত্তরবঙ্গ আর সিকিম কেন নবাঙালির ডেস্টিনেশন হিমাচল, কাশ্মীর, উত্তরাখন্ড। আর সেই সব পাহাড় এ বছর যেন ভেসে যাচ্ছে, থামছে না বৃষ্টি। বাড়ছে জল। বিপদ সীমার ওপরে বইছে তিস্তা থেকে ঝিলম। কেন এই দশা দেশজুড়ে হিমালয়ের? দিকে দিকে বিপর্যয় মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানের জেরে ভাসছে হিমাচলের বিস্তীর্ণ অঞ্চল, ভাসছে জম্মু ও কাশ্মীরের ডোডা, একই ছবি সিকিমের জাতীয় সড়কের আর উত্তরকাশীর। কেন বছর বছর বাড়ছে বৃষ্টি? কেন বাড়ছে পাহাড়ে ধস? পাহাড় কী আর আমাদের বেড়াতে যাওয়ার জায়গা থাকবে না? কী হবে উত্তরভারত থেকে উত্তরবঙ্গের হাজার হাজার বাসিন্দাদের? প্রতি বছর বর্ষা আসা মানেই সিঁদুরে মেঘ দেখবেন তাঁরা? হিমালয়ের আজ এই পরিস্থিতির পিছনে দায়ী কারা? কী ভবিষ্যত হিমালয়ের? সেই উত্তর খুঁজতেই বিশেষজ্ঞদের মতামত সহ _*TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘হড়পা-গ্রাসে হিমালয়’। ৩১ অগাস্ট ২০২৫, রবিবার রাত ১০ টায়।
https://shorturl.fm/JFhai
https://shorturl.fm/9BsWG
https://shorturl.fm/HxDWO
https://shorturl.fm/trvYd
https://shorturl.fm/eXsjV
https://shorturl.fm/OdS53
https://shorturl.fm/tW6Ed
https://shorturl.fm/Xwr8r