এবার পুজোর সবচেয়ে বড়ো ডান্সের গানে দেখা যাবে অভিনেত্রী কৌশানি মুখার্জি কে। পুজো মানে গান, আড্ডা, খাওয়া, ঘোরাঘুরি, আর সেই সঙ্গে অভিনেত্রী কৌশানি মুখার্জি আসছে তার নতুন গান “সিঙ্গেল লাইফ” নিয়ে। গানটি গেয়েছেন গায়িকা অঙ্কিতা ভট্টাচার্য, সুর দিয়েছেন কুন্তল দে। পুরোপুরি অন্য স্বাদের গানে দর্শক উপহার পাবে এই গান। গানটির পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন কারান আরিয়ান। ইতিমধ্যে গানের রেকর্ডিং শেষ, চলতি মাসে শ্যুটিং শুরু হবে এই গানের। গানটির আরো এক চমক হল ক্রিয়েটিভ ডিরেক্টর হিসাবে রয়েছেন পরিচালক অংশুমান প্রত্যুষ। গানটি মুক্তি পাবে “সান ভেঞ্চার” এর ব্যানারে প্রযোজক সানি খান ও অনুপ সাহা এর প্রযোজনাতে। গানটিতে সিনেমাটোগ্রাফি হিসাবে কাজ করছেন অনিমেষ গরুই। গানটির কার্যনির্বাহী প্রযোজনাতে রয়েছেন সাহেব হালদার। অভিনেত্রী কৌশানি মুখার্জি জানান “পুজোর সবচেয়ে বড়ো গান হবে এই ” সিঙ্গেল লাইফ”। ডান্সের গানে এই বছর এই গান দর্শকদের মন কেড়ে নেবে আমি আশা করছি। অনেকটা প্রস্তুতি নিয়ে পুরো টিম এই কাজটা শুরু করছি”।


https://shorturl.fm/PGr74
https://shorturl.fm/5EbO0
https://shorturl.fm/2IfnT
https://shorturl.fm/Yf5FB
https://shorturl.fm/83adA
https://shorturl.fm/aIPsV
https://shorturl.fm/rPShk
https://shorturl.fm/UscIR
https://shorturl.fm/65nUy