এবারে ওয়ার্ল্ড লংগেস্ট ওয়ান-শট সিনেমা বানাচ্ছে পরিচালক অংশুমান প্রত্যুষ। প্রকাশ্যে সিনেমার নাম “স্পাইডার – চ্যাপ্টার ওয়ান”। ইতিমধ্যে সিনেমার শ্যুটিং শুরু হয়েছে কলকাতা শহরে। একগুচ্ছ তারকা নিয়ে চলছে এই ছবির শ্যুটিং। অভিনয়ে রয়েছেন সৌম্য মুখার্জি, জয়ি দেবরায়, মুকুল কুমার জানা, সৈকত দে, রত্নদীপ ঘোষ, আর্মান আহমেদ, প্রতীক কুন্ডু। এছাড়া ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন পুষ্পজিত ঘোষ, শুভদীপ গুহ রায়, আনির্বান দাসগুপ্ত, রাহুল বিশ্বাস, অদ্রিজা ঘোষ, প্রভেলিকা, ইষা নন্দী, অনুরুপা পাল, রিত্তিলা দাস, সৃষ্টিপ্রিয়া দাস, শর্মিষ্টা দাস ও সারয়ান ধোবি।
কলকাতার এক ব্যস্ত এলাকায় একটা বড় টেরোরিস্ট আ্যটাকের কল্পনা পরিকল্পনার ব্যাপারে ইন্টেলিজেন্স এজেন্সি খবর পায়। ইন্টেলিজেন্স এজেন্সির একটা বড় দলকে দায়িত্ব দেওয়া হয় এই ভয়ংকর অ্যাটাক আটকানোর। এখান থেকেই শুরু হয় এক অদ্ভুত খেলা। কেন আ্যটাক প্ল্যান করা হয়েছে? কারা এই আ্যটাক করাচ্ছে? এই অ্যাটাকের কারণ কি? উত্তরগুলোই পাওয়া যাবে এই সিনেমাটা দিয়ে।

সব থেকে বড় বিষয় হলো, এই সিনেমাটার মাধ্যমে আমরা বিশ্বের সব থেকে লম্বা ওয়ান-শট সিনেমা তৈরি করার চেষ্টা করছি। এটা যদি সত্যিই আমরা সম্ভব করে উঠতে পারি, তাহলে সকলের কাছেই এটা গর্বের বিষয় হবে। ছবির আরো এক চমক হল এই ছবিতে অভিনয় করছেন পরিচালক অংশুমান প্রত্যুষ নিজেই।
পরিচালক অংশুমান প্রত্যুষ জানান “এই ছবিতে দর্শক অনেক কিছু নতুন দেখতে পাবে। বড়োপর্দায় মুক্তি পাবে এই ছবি। অনেকটা যত্ন নিয়ে পুরো টিম মিলে কাজটা করছি। কলকাতাতেই ছবির শ্যুটিং হয়েছে। প্রতিটি অভিনেতা অভিনেত্রী নিজেদের প্রচুর প্র্যাকটিস করে এই কাজটা করেছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে”।

https://shorturl.fm/j02eA