WhatsApp Image 2025-07-14 at 4.58.57 PM (1)
Spread the love

পুরুলিয়ার পাহাড়ের উপরে একের পর এক সেট ফেলে শুরু হয়েছিল নতুন ছবি “বানসারা” এর শ্যুটিং। পাহাড়ের উপরে তৈরি করা হয়েছে চল্লিশ ফুট দেবীর মূর্তি। একটা গোটা গ্রামের মাটির বাড়িকে রঙ করে তৈরি করা হয়েছে শ্যুটিং সেট। প্রতিদিন প্রায় ছয় শো থেকে সাত শো জনের টিম নিয়ে শ্যুটিং। পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক আতিউল ইসলাম। মুখ্য চরিত্রে অভিনেত্রী অপরাজিতা আঢ্য, অভিনেতা বনি সেনগুপ্ত ও মুন সরকার। এর আগে ছবির চরিত্র লুক প্রকাশিত হলেও অপরাজিত আঢ্যর রাজমাতার লুক ও ছোটো রাজমাতা শিশুশিল্পী তানিসি মুখার্জি এর আরো এক লুক আজ প্রকাশিত হল। এবারে কলকাতা শহরে শুরু হল ছবির দ্বিতীয় ভাগের শ্যুটিং। এই প্রথম অপরাজিতা আঢ্য কে দেখা যাবে নেগেটিভ চরিত্রে। “বানসারা” মূলত পুরুলিয়ার জঙ্গলে ঘেরা একটি গ্রাম। গ্রামের বনদেবীর নাম অনুসারেই গ্রামের নাম হয়েছে “বানসারা”। এই বনদেবী এতটাই জাগ্রত যে, গ্রামের অপরাধীদের নিজের হাতে সাজা দেয়। পরিচালক আতিউল ইসলাম জানান “এই ছবিতে প্রতিটা চরিত্রের আলাদা স্তর রয়েছে। তিনটি গান রয়েছে, যেখানে অভিনেত্রী অপরাজিতা আঢ্য ও বনি সেনগুপ্ত কে দর্শক দেখলে চমকে যাবে। এই ছবিতে তানিসি মুখার্জি অপরাজিত আঢ্যর ছোটবেলার চরিত্রে অভিনয় করেছে। দর্শকের জন্য অনেক চমক আছে এই ছবিতে”।

2 thoughts on ““বানসারা” এর আরো চমক। প্রকাশ্যে অপরাজিতা আঢ্যর রাজমাতা লুক ও ছোটো রাজমাতার লুক। পাহাড়ের উপরে একের পর এক সেট ফেলে চলছে বানসারার শ্যুটিং। ৪০ ফুট দেবীর মূর্তি, একটা গ্রামের সব মাটির বাড়িকে রং করে সেট তৈরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *