অগস্ট মাসে কলকাতার বুকে উঠতে চলেছে বাংলা সংগীতের এক বিশাল স্টর্ম(ঝড়)। আগামী ৩১ অগস্ট মিলন মেলা প্রাঙ্গণ সাক্ষী থাকবে ফেস্টিভিটি ফ্যাক্টর আয়োজিত— ব্যান্ডস্টর্ম (Bandstorm) অনুষ্ঠানের। আজ সন্ধ্যায় তার আনুষ্ঠানিক সূচনা ও টিকিটের লিংক উন্মোচন হয়। এই অনুষ্ঠানে পারফর্ম করতে চলেছেন ‘অঞ্জন দত্ত অ্যান্ড দ্য ইলেকট্রিক ব্যান্ড’, ‘ফসিল্স’, ‘ক্যাকটাস’, ‘পৃথিবী’, ‘ফকিরা’ ও ‘হুলিগানিজ়ম’ (অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের ব্যান্ড)। বুধবার কলকাতায় গঙ্গাবক্ষের এক রেস্তোরাঁতে (হোটেল ফ্লোটেল) এর উদ্বোধন হল। যেখানে সকলে উপস্থিত হয়ে এই সন্ধ্যেটা আরও উজ্জ্বল করে তুলেছিলেন। আনুষ্ঠানিক উদ্বোধনে সকল শিল্পীরা ‘মহীনের ঘোড়াগুলি’-র গানে একসঙ্গে গলা মিলিয়ে শুভ সূচনা

করেন। প্রত্যেকে একটাই বার্তা দিয়েছেন যে, বাংলা সংগীত জগতে সিনেমার পাশাপাশি মৌলিক বাংলা গানের অনুষ্ঠান আরও বেশি প্রয়োজন। ফকিরার তিমির বিশ্বাস বললেন পরপর দু’বছর ব্যান্ডেমিক আর ব্যান্ড স্টর্মের অংশ হতে পেরে তারা গর্বিত। এই উদ্যোগকে কুর্নিশ জানিয়ে তিনি বললেন তাঁর প্রথমবারের অভিজ্ঞতার কথা। এও জানালেন যে, বাংলা গান, বিশেষ করে বাংলা ব্যান্ডের গান শোনার শ্রোতা যে এখনও আছেন, বাংলা গান যে এখনও নিজের জায়গা স্বমহিমায় ধরে রাখতে পেরেছে, শিল্পী হিসেবে এ তার পরম প্রাপ্তি।

আলোচনা প্রসঙ্গে উঠে আসে বাংলা মৌলিক গান সংক্রান্ত বিষয়ের একমাত্র পত্রিকা ‘বাংলা রক ম্যাগাজিন’-এর কথাও। পৃথিবীর কৌশিক চক্রবর্তী বললেন ফেস্টিভিটি ফ্যাক্টরের শুরুর কথা। সংগীতের জগতে সরাসরি না থেকেও বাংলা গানের প্রতি বিশেষ করে বাংলা ব্যান্ডের গানের প্রতি অপরিসীম ভালবাসা থেকে একদল ছেলেমেয়ে শুরু করে বাংলা ব্যান্ড ম্যাগাজিন। যেখানে বাংলা ব্যান্ডের শিল্পীদের কথা লেখা থাকতো। সেই উদ্যোগেরই অংশ হিসেবে তৈরি হয় ফেস্টিভিটি ফ্যাক্টর টিম। যারা বাংলার সমস্ত পরিচিত ব্যান্ডকে এক স্টেজে নিয়ে আসার অসাধ্য সাধন করেছে, করবে। এই উদ্যোগে কোনওবার কোনও ব্যান্ড অংশ হতে না পারলেও পরিবারের সদস্য হয়েই তারা সবসময় পাশে থাকবেন।
এই লাইন আপে সবচেয়ে নতুন ব্যান্ড হুলিগানিজ়ম। এই ব্যান্ডের সদস্য শুভদীপ বললেন তাঁরা সিনিয়র ব্যান্ডদের লেগাসি ধরে রাখার আপ্রাণ চেষ্টা করবেন।

অপরদিকে, ফসিলসের অ্যালেন ওয়েলকাম করলেন এই লাইন আপের জুনিয়র মোস্ট ব্যান্ড হুলিগানিজ়মকে। বাংলার ব্যান্ডদের এক স্টেজে এনে এধরণের মেগা স্কেলের একটা শো ধারাবাহিকভাবে করে যাওয়ার জন্য তিনিও কুর্নিশ জানালেন টিম ফেস্টিভিটি ফ্যাক্টরকে।
সব শেষে সকলে একসঙ্গে এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের সন্ধ্যার সমাপ্তি ঘোষণা করেন।
ইতিমধ্যেই অনেক মানুষ ব্যান্ডস্টর্মে আসার জন্য উৎসাহ প্রকাশ করেছেন, টিম ফেস্টিভিটি ফ্যাক্টর ভবিষ্যতেও বাংলার বেশ কিছু পরিচিত ব্যান্ডদের নিয়ে এই অভিনব উদ্যোগ জারি রাখুন, এটাই বাংলা সংগীতপ্রেমীদের কাম্য।

https://shorturl.fm/35S6y
https://shorturl.fm/jJvXT
https://shorturl.fm/oJTSd
https://shorturl.fm/TFpfl
https://shorturl.fm/orByP
https://shorturl.fm/OJVZh
https://shorturl.fm/JpSF8
https://shorturl.fm/LNnoH