WhatsApp Image 2025-10-13 at 11.57.35 PM
Spread the love

আগামী শুক্রবার, ১৭ অক্টোবর, কলকাতা সহ রাজ্যের ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘জে আর ফিল্মস’ প্রযোজিত এবং জয়ন্তকুমার মণ্ডল পরিচালিত সামাজিক বাংলা চলচ্চিত্র ‘উপেক্ষিতা’।

চলচ্চিত্রটি ঘিরে আজ কলকাতার প্রতাপাদিত্য রোডের ৫৮বি-তে অবস্থিত “আইকনিক ইভেন্ট প্ল্যানার”-এর কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক সাংবাদিক সম্মেলন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্রের প্রযোজক-পরিচালক জয়ন্তকুমার মণ্ডল, সহ-পরিচালক বাদল সরকার, এবং অভিনেতা ডঃ পার্থসারথি ঘোষ।

বাদল সরকার জানিয়েছেন, “স্বল্প সময়ে ও স্বল্প বাজেটে অত্যন্ত নিখুঁতভাবে নির্মিত হয়েছে এই চলচ্চিত্রটি।”
অন্যদিকে জয়ন্তকুমার মণ্ডল বলেন, “প্রেম, প্রতিশ্রুতি, দৈহিক সম্পর্ক এবং তার পরিণতি—এই সব বিষয়কে কেন্দ্র করে এক অন্তঃসত্ত্বা নারীর আইনি ও সামাজিক সংগ্রামের কাহিনী নিয়ে এগিয়েছে ১ ঘণ্টা ৪৮ মিনিটের এই ছবি।”

চলচ্চিত্রে নবাগত অর্ঘ্য ও রিয়া প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া শিশু শিল্পী অস্মিতা সাহার অভিনয়ও বিশেষভাবে উল্লেখযোগ্য।
অভিনেতা ডঃ পার্থসারথি ঘোষ বলেন, “মাত্র ১৩ দিনের দৃশ্যগ্রহণ পর্বের মধ্যেই বাস্তব জীবনের গল্পকে এত প্রাণবন্তভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যা না দেখলে বোঝা যাবে না।”

1 thought on “কলকাতায় সাংবাদিক সম্মেলনে আলোচনার কেন্দ্রে সামাজিক বাংলা চলচ্চিত্র ‘উপেক্ষিতা’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *