RAJ_9254
Spread the love

বিগত কয়েক মাস ধরে বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে চলেছে আর পি ওয়েলফেয়ার ট্রাস্ট, যাদের মূলমন্ত্র ট্রাস্ট ফর পিউপিল ।
এই সংস্থার সেক্রেটারি শুভাশিস রায় জানান আর পি ওয়েলফেয়ার ট্রাস্ট মানুষের বিশ্বাসের উপর নির্ভর করে তৈরি সম্পূর্ণ সমাজ সেবামূলক সংস্থা। গত ১৪ ই নভেম্বর শিশু দিবস উপলক্ষে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর ব্লকের লাঙ্গলবেড়িয়ায় শিশুদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেয়া হয়। পরবর্তীতে প্রচন্ড শীতের হাত থেকে গরিব মানুষদের রক্ষা করতে তারাপীঠে সহশ্রাধিক কম্বল বিতরণ করা হয়। তিনি আরও বলেন আমরা ছোট ছোট্ট প্রোগ্রাম করে গরিব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

এছাড়াও প্রত্যেক শনিবার কিছু দুঃস্থ মানুষের খাওয়া দাওয়ার ব্যাবস্থা করি কলকাতার ঠনঠনিয়া কালীবাড়ি এবং কলকাতার ফিরিঙ্গি কালীবাড়িতে।

আমাদের ট্রাস্টের তরফ থেকে আমরা কিছু সমাজ কল্যাণমূলক কাজ করবার চেষ্টা করছি। সামনে আমাদের আরো দু তিনটে প্রকল্প রয়েছে। ২০২৬ এর গঙ্গাসাগর মেলায় পুন্যার্থীদের পাশে থাকার চেষ্টা করব। সোমবার তারাপীঠ এলাকার কম্বল বিতরণ অনুষ্ঠানে ছিলেন তারাপীঠ এলাকার জনপ্রতিনিধি প্রধান শিউলি মন্ডল, এছাড়াও বিশিষ্ট সমাজসেবী কানু রায় (মেজদা ) ট্রাস্টের প্রেসিডেন্ট সুমিতা রায়, ভাইস প্রেসিডেন্ট সুচরিতা পাল, আর পি ওয়েলফেয়ার ট্রাস্ট এর ট্রেজারার সুজন পাল।

সুজন পাল জানান বিশিষ্ট সমাজসেবী সাংবাদিক মৃত্যুঞ্জয় রায়ের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা তারাপীঠ এলাকায় এই ধরনের অনুষ্ঠান করতে পারলাম। তিনি আরো বলেন তারামায়ের আশীর্বাদ নিয়ে আমরা এগোচ্ছি এবং বছরের শেষটা ভালোই কাটল। আশা করি 2026 টাও আমাদের ক্ষেত্রে খুবই ভালো কাটবে।
আপনাদের উপস্থাপনায় আমার এগিয়ে চলেছি। বিশেষ করে আমি ধন্যবাদ দিতে চাই মৃত্যুঞ্জয়দাকে। যিনি অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে গেলেন।

এলাকার এলাকার জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য। সংবাদ মাধ্যমের বন্ধুদেরও ধন্যবাদ জানিয়েছেন আর পি ওয়েলফেয়ারট্রাস্টের সেক্রেটারি শুভাশিস রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *