আন্তর্জাতিক পুরুষ দিবস ২০২৫ উপলক্ষে কলকাতা প্রেসক্লাবে (Press Club, Kolkata) অনুষ্ঠিত হয়ে গেল ‘পুরুষ কথা’ আয়োজিত ‘বঙ্গ শ্রেষ্ঠ পুরুষ সম্মান ২০২৫’ (Banga Shrestha Purush Samman 2025) অনুষ্ঠান। উদ্যোক্তা ও আমন্ত্রিত অতিথিরা এই মঞ্চ থেকে সমাজে পুরুষদের ইতিবাচক ভূমিকা এবং লিঙ্গ সমতার বার্তা তুলে ধরেছেন।
অভিযান ওয়েলফেয়ার এন্ড চেরিটেবল ট্রাস্ট এর কর্ণধর গৌরব রায়, জানিয়েছেন, সমাজে আলোকিত পুরুষদের কার্যকলাপ ও অবদান সকলের সামনে আনতেই এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাঁদের মতে, এই সম্মাননা কেবল পুরুষদের ব্যক্তিগত সাফল্যের স্বীকৃতি নয়, বরং সমাজের প্রতি তাঁদের দায়িত্ব ও অবদানেরও সম্মাননা। পুরুষ দিবসের মূল বার্তা—পুরুষদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য, পারিবারিক দায়িত্ব এবং লিঙ্গ সমতা নিয়ে সচেতনতা বৃদ্ধি করা।

অনুষ্ঠানে উপস্থিত সম্মানীয় অতিথিরা জোর দিয়েছেন পুরুষদের স্বাস্থ্য, মানসিক সুস্থতা, চ্যালেঞ্জ ও মর্যাদা রক্ষার প্রয়োজনীয়তার ওপর। বক্তারা বলেছেন, একজন সত্যিকারের পুরুষ কেবল অর্থ উপার্জনকারী বা পরিবারের কর্তা নন—তিনি সমাজের ইতিবাচক পরিবর্তনেরও মূল চালিকা শক্তি। সম্মাননা প্রদান মঞ্চে অনেকে পেশাগত এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে পুরুষদের নীরব সংগ্রামের কথাও তুলে ধরেন।

https://shorturl.fm/dkSlL
https://shorturl.fm/od0dg