WhatsApp Image 2026-01-10 at 3.59.38 PM
Spread the love

India, January 10, 2026: ভারতে হীরের গয়না কেনার ক্ষেত্রে পরিষ্কার মানসিক পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। প্রথাগতভাবে হীরে কেনা হত বিয়ে, রিসেপশন এবং বড় পারিবারিক অনুষ্ঠানের জন্যে। এখন ন্যাচারাল ডায়মন্ড গয়না ক্রমশই বেশি বেশি করে কেনা হচ্ছে আরও নানারকম মুহূর্তের জন্যে, যার মধ্যে আছে জীবনের কোনো মাইলফলকে পৌঁছনো উপলক্ষে উপহার, বিভিন্ন বার্ষিকী, পেশাগত অর্জন, নিজের জন্যে কেনা এবং রোজকার সাজগোজ।

মরশুমটা সক্রিয় ভাবনাচিন্তার এবং তুলনা করার। অতএব এই সময়টা ক্রেতাদের সার্টিফায়েড ন্যাচারাল হীরেতে লগ্নি করার জোরালো সুযোগ দেয়। এই ধরনের হীরে দুষ্প্রাপ্যতা, দীর্ঘমেয়াদি মূল্য ও চিরকালীন আবেদনের জন্যে বিখ্যাত; সঙ্গে পাওয়া যাচ্ছে দামের ব্যাপারে স্পষ্টতা এবং পরিষেবার নিশ্চয়তা। এই প্রেক্ষাপটে মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস ঘোষণা করেছে মাইন ডায়মন্ড ফেস্টিভাল। এটা এই কোম্পানির এক্সক্লুসিভ ব্র্যান্ড মাইন ডায়মন্ডসের সার্টিফায়েড ন্যাচারাল ডায়মন্ড গয়নার এক ইন-স্টোর প্রদর্শনী। এই উৎসবের অঙ্গ হিসাবে ক্রেতারা ন্যাচারাল ডায়মন্ডের দামে ৩০% পর্যন্ত ছাড় পাবেন, ফলে খাঁটি ন্যাচারাল ডায়মন্ড কিনে বেশি মূল্য পাওয়ার এ এমন এক সুযোগ যা ছাড়া যায় না। মাইন ডায়মন্ড ফেস্টিভাল ভারত জুড়ে চলবে ২০শে ডিসেম্বর ২০২৫ থেকে ২৬শে জানুয়ারি ২০২৬ পর্যন্ত।

মাইন ডায়মন্ড ফেস্টিভাল একত্রে নিয়ে এল মাইন ডায়মন্ড, স্প্যানিং সলিটেয়ার, উৎসবের জন্যে তৈরি ন্যাচারাল ডায়মন্ড জুয়েলারি, হালকা ওজনের রোজকার গয়না আর কনের সাজ হিসাবে দারুণ জুতসই গয়নার সার্বিক বাছাই । ক্রেতারা নেকপিস, কানের দুল, লেয়ার্ড হার আর কো-অর্ডিনেটেড সেট দেখতে পারবেন। এর ডিজাইনের সম্ভারে ছিমছাম, বাহুল্যবর্জিত স্টাইলের গয়নার পাশাপাশি জমকালো সিলুয়েটও রয়েছে। এই প্রদর্শনী প্রথমবার ন্যাচারাল ডায়মন্ড কিনছেন এরকম ক্রেতা আর নিজেদের সম্ভারকে আরও উন্নত বা বড় করতে চাইছেন এমন ক্রেতা দুই দলকেই সন্তুষ্ট করবে।

নিশ্চয়তার উপর নির্ভর করে ন্যাচারাল ডায়মন্ড কেনার উপরে এই ব্র্যান্ডের জোর দেওয়ার কথা আরও একবার মনে করিয়ে দিয়ে এম পি আহমেদ, চেয়ারম্যান, মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, বললেন “আজকের ক্রেতা চান এমন ন্যাচারাল ডায়মন্ড, যা রোজকার জীবনে মসৃণভাবে মিশে যায়। তার সঙ্গে চান সার্টিফিকেশন আর দাম সম্পর্কে স্পষ্টতা। মাইন ডায়মন্ড তৈরি হয়েছে সার্টিফায়েড ন্যাচারাল ডায়মন্ডে মাধ্যমে এই নিশ্চয়তার উপর ভিত্তি করে, দামের স্বচ্ছ ব্রেক-আপ এবং কঠোর গুণমান নির্ধারণ প্রক্রিয়ায়। মাইন ডায়মন্ড ফেস্টিভালের মধ্যে দিয়ে আমরা হীরের মূল্যের সঙ্গে ৩০% পর্যন্ত ক্রেতাদের ছাড় দিচ্ছি, পাশাপাশি ক্রেতারা মালাবার বলতেই যে বিশ্বস্ততা বোঝেন তাও জারি রাখছি।”

মাইন ডায়মন্ড ফেস্টিভালের মাধ্যমে মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, ক্রেতাদের বিশ্বাস অর্জন করতে থাকবে মালাবার প্রমিসেসের সাহায্যে। প্রত্যেক ন্যাচারাল ডায়মন্ড জুয়েলারি গয়না তৈরি করা হয়েছে দায়িত্বপূর্ণভাবে নিষ্কাশিত, সার্টিফায়েড ন্যাচারাল ডায়মন্ড ব্যবহার করে। সেই হীরে ২৮ ধাপের পুঙ্খানুপুঙ্খ গুণমান পরীক্ষার মধ্যে দিয়ে যায়। প্রত্যেক প্রোডাক্টে থাকে IGI বা GIA সার্টিফিকেট, যা গুণমান ও কারিগরি নিশ্চিত করে।

ক্রেতারা মূল্যযুক্ত পরিষেবা থেকেও লাভ করেন, যার মধ্যে থাকে আজীবন রক্ষণাবেক্ষণ, এক বছরের বিনামূল্যে বিমা এবং বাইব্যাক গ্যারান্টি। প্রোডাক্টের মূল্য স্বচ্ছভাবে ডিসপ্লে করা থাকে স্পষ্ট ব্রেক-আপ সম্পর্কে, যার মধ্যে থাকে মোট ওজন, পাথরের ওজন ও নির্মাণের চার্জ। এর ফলে প্রত্যেক স্তরে অবগত হয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়।

মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস নীতিনিষ্ঠ হীরে নিষ্কাশন এবং নিয়মমাফিক ক্রয় করে থাকে। এই সোনা বিশেষ ভাবে নিষ্কাশন করা হয়ে থাকে অনুমোদিত চ্যানেলগুলির মাধ্যমে। সোনার চোরাচালান, শিশুশ্রম এবং কর ফাঁকির বিরুদ্ধে কোম্পানির প্রকাশ্য অবস্থান রয়েছে, পাশাপাশি প্রযোজ্য আমদানি, কর নির্ধারণ এবং ন্যায্য মজুরির মানদণ্ডও মেনে চলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *