WhatsApp Image 2025-11-30 at 3.25.40 PM
Spread the love

মেরিনার্স ডি’হার্টস কমিটির উদ্যোগে ২৯ নভেম্বর ২০২৫ & মহাজাতি  সদনে’ গতকাল অনুষ্ঠিত হলো বহু প্রতীক্ষিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান—“এল সাইলিজো ২.০”।

শহরের শিল্প–সংস্কৃতি মহলে সপ্তাহজুড়ে যে উত্তেজনা তৈরি হয়েছিল, তার যথার্থ রূপ মিলল সন্ধ্যা নামতেই। সংগীত, নৃত্য, ক্রীড়া—তিন জগতের তারকাদের একত্রিত করে আয়োজকরা যেন সাজিয়ে তুললেন এক অনন্য সাংস্কৃতিক মহোৎসব।

সন্ধ্যার মূল আকর্ষণ ছিলেন শ্রোতাহৃদয়ের প্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। তাঁর লাইভ পারফরম্যান্সে দর্শকাসন ভরে ওঠে তুমুল করতালিতে। সঙ্গে ছিলেন সিনেমা ও টেলিভিশনের জনপ্রিয় কণ্ঠশিল্পী অভিক মুখার্জি এবং জি বাংলা ডান্স ডান্স সিজন ১১–এর উজ্জ্বল ফাইনালিস্ট সৌভিক দে, যিনি নৃত্যের উচ্ছ্বাসে মঞ্চ মাতিয়ে দেন। পুরো অনুষ্ঠানটির সুশৃঙ্খল সঞ্চালনায় ছিলেন জনপ্রিয় আরজে নীলাঞ্জন, যিনি তাঁর স্বভাবসুলভ রসিকতায় দর্শকদের বারবার মুগ্ধ করেন।

আয়োজক কমিটির চিফ কনভেনর অরিন্দম মল্লিক, অভিষেক মজুমদার ও অভিজিৎ ঘোষ জানান, এ বছর অনুষ্ঠানকে আরও বৃহৎ পরিসরে তুলে ধরাই ছিল তাঁদের লক্ষ্য। বিশেষ অতিথিদের সম্মানজনক উপস্থিতি সেই মর্যাদাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। প্রধান অতিথি হিসেবে ছিলেন মোহনবাগান এ.সি.–র সভাপতি দেবাশিস দত্ত এবং নির্বাহী কমিটির সদস্যরা। পাশাপাশি অসুস্থতার কারনে ভিডিও কলে উপস্থিত ছিলেন শ্রী টুটু বোস, মোহনবাগান এ.সি–র প্রাক্তন সম্পাদক।

ক্রীড়াজগত থেকেও ছিল নজরকাড়া উপস্থিতি—

বাবুন বন্দ্যোপাধ্যায় (যৌথ সম্পাদক, বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া)

কুনাল সাহা (যৌথ সম্পাদক, ওয়েস্ট বেঙ্গল প্রগ্রেসিভ বক্সিং অ্যাসোসিয়েশন)

এবং দেশি ফুটবলের তারকা মুখ—হোসে বারেত্তো, প্রবীর দাস ও প্রীতম কোর্টাল।

‘মহাজাতি সদনের’ ১৬৬ সি.আর. অ্যাভিনিউ ঠিকানায় সন্ধ্যা ৫টা থেকে শুরু হওয়া এই রঙিন অনুষ্ঠান ঘিরে সাধারণ দর্শক থেকে মিডিয়া—সকলেরই আগ্রহ ছিল চোখে পড়ার মতো। মেরিনার্স ডি’হার্টস কমিটি আগাম আমন্ত্রণ জানিয়ে সংবাদমাধ্যমকে অনুরোধ করেছিল এই “সাংস্কৃতিক মিলনমেলা”র সাক্ষী হতে, এবং উপস্থিত প্রতিনিধিরা জানান—“এল সাইলিজো ২.০” নিঃসন্দেহে প্রত্যাশা ছাড়িয়ে গেছে।

শহরের সংস্কৃতি অনুরাগীরা বলছেন, এই ধারাবাহিক আয়োজন আগামী দিনে কলকাতার সাংস্কৃতিক মানচিত্রে নতুন এক মানদণ্ড তৈরি করার সম্ভাবনা রাখে।
এল সাইলিজো—এখন শুধু একটি অনুষ্ঠান নয়, হয়ে উঠছে এক বার্ষিক ঐতিহ্য।

1 thought on “এল সাইলিজো ২.০’ কলকাতার সাংস্কৃতিক ক্যালেন্ডারে নতুন অধ্যায় লিখতে চলেছে –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *