WhatsApp Image 2025-11-20 at 2.44.31 PM
Spread the love

জট কেটেছে !!
আগামীকাল বড়পর্দায় মুক্তি পাবে- দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস।

নতুন করে পোস্টার ছাপিয়ে রিলিজ ডেট জানানোর বাজেট আমাদের আর নেই। আপনারা প্লিজ শেয়ার করে ছড়িয়ে দিন সবার কাছে এই খবর। যে যে হল আমাদের ছবি চালাতে চাইছে, তাদের শো টাইমিং গুলো আস্তে আস্তে আপডেট হয়ে যাবে বুক মাই শোতে। জানি না শেষ মুহূর্তে কত ভালো শো টাইম পাব আমরা।

ফেডারেশন আর প্রযোজনা সংস্থার সমস্যা ছিল সেটার সমাধান হয়েছে।অন্যান্য ছবির সমস্ত টেকনিশিয়ানদের যে পেমেন্ট বাকি ছিল, সেই সমস্ত টেকনিশিয়ান যাতে তাদের প্রাপ্য পান, আমাদের টিম সেটা নিশ্চিত করেছে গত তিনদিন ধরে।
ফেডারেশনের সভাপতি স্ত্রী স্বরূপ বিশ্বাস এবং ডিস্ট্রিবিউটার শতদ্বীপ সাহা আমাদের ছবি যাতে অন্যান্য ছবির মত ঠিক ঠাক ভাবে সিনেমা হলে রিলিজ হতে পারে তার সমস্ত ব্যবস্থা করবেন সেই আশ্বাস দিয়েছেন।

ধন্যবাদ সবাইকে , আপনদের সবার জন্যেই শেষ মেষ মুক্তি পাচ্ছে ছবি !
যারা পাশে ছিলেন , প্লিজ দেখুন ছবিটা ❤️
🙏🙏🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *