WhatsApp Image 2025-11-15 at 3.56.09 PM
Spread the love

এবারে একজন সৎ ও আদর্শবাদী পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে অভিনেতা টোটা রায়চৌধুরীকে। আসছে তার নতুন ছবি “পুলিশ”, পরিচালনায় রয়েছেন পরিচালক রাজা চন্দ। টানটান উত্তেজনা আর অ্যাকশন দৃশ্যে আসছে পুলিশ। মুক্তি পেল সেই সিনেমার অফিসিয়াল ট্রেলার।

শহরের এক বড়ো মাফিয়া, যে না ভয় পায় কোনো পুলিশকে, না ভয় পায় কোনো ক্ষমতা কে। কিন্তু এই মাফিয়া কি পারবে তার রাজত্ব চালিয়ে যেতে! ছবিতে অভিনেতা টোটা রায়চৌধুরী কে দেখা যাবে ইন্সপেক্টর রনদ্বীপ রায় নামের চরিত্রে। যে কাউকে ভয় পায় না। অন্যদিকে অভিনেতা আর. কে. সিং কে দেখা যাবে দেবী দাস চৌধুরী চরিত্রে। একে অপরের মুখোমুখি আর টানটান অ্যাকশন দৃশ্যে দেখা দিয়েছে ছবির ট্রেলার জুড়ে। ছবিতে বেশ কয়েকটি গান রয়েছে। আগামী ২১শে নভেম্বর “ইকুইনক্স ফিল্ম সিটি” ও “প্রার্থনা মুভিজ” এর ব্যানারে প্রযোজক ঝুমা পাল ও স্বপ্না সিং এর প্রযোজনাতে বড়োপর্দায় মুক্তি পাবে এই ছবি৷

অভিনেতা টোটা রায়চৌধুরী জানান “আমি এর আগে একাধিকবার পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছি। তবে আমার একটাই শর্ত ছিল, আমি কখনও দুর্নীতিগ্রস্ত বা নেতিবাচক পুলিশের চরিত্রে অভিনয় করব না। কারণ, আমি খুব কাছ থেকে পুলিশদের কাজ দেখেছি। আজকের সময়ে সবাই শুধু নেতিবাচক দিকগুলোই তুলে ধরেন, কিন্তু ইতিবাচক মানুষগুলোও তো আছে! ভাবুন তো, যদি একদিন পুলিশ কাজ করা বন্ধ করে দেন, তাহলে সমাজটা কেমন হবে?”

 

অন্যদিকে ঝুমা পাল জানান “এই ছবিতে অভিনেতা টোটা রায়চৌধুরী কে পুরোপুরি অ্যাকশন অবতারে দেখবে দর্শক। গান, নাচ, অ্যাকশন, রহস্যে সবকিছু রয়েছে এই ছবিতে। আমাদের ছবি ২১শে নভেম্বর বড়োপর্দায় মুক্তি পাবে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।”

অভিনেতা আর. কে. সিং জানান “এই ছবিতে টোটা রায়চৌধুরীর সাথে কাজ করার দারুন ভালো অভিজ্ঞতা। যেমন ভালো অভিনেতা, তেমন ভালো মানুষ। ছবিতে টানটান উত্তেজনা রয়েছে। এমন বহু দৃশ্যে রয়েছে, যেগুলো দর্শকদের খুব পছন্দ হবে।”

 

6 thoughts on “একজন সৎ ও আদর্শবাদী পুলিশ এর চরিত্রে টোটা রায়চৌধুরী। একসাথে এক মঞ্চে রাজা চন্দ ও টোটা রায়চৌধুরী। প্রকাশ্যে ভরপুর অ্যাকশনে ট্রেলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *