WhatsApp Image 2025-10-18 at 3.33.29 PM
Spread the love

টালিগঞ্জের ম্যুর এভিনিউ বুদ্ধ সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হলো ১৭তম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ও সম্বর্ধনা অনুষ্ঠান। শনিবার টালিগঞ্জ সম্বোধি বুদ্ধ বিহারে এই ধর্মীয় অনুষ্ঠান ঘিরে ছিল ভক্তদের বিপুল উৎসাহ।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস, কঠিন চীবর দান একটি মহাপুণ্যের কাজ। প্রতি বছর আষাঢ়ী পূর্ণিমা থেকে শুরু হওয়া ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে তুলোর চাষ, সংগ্রহ ও বস্ত্র তৈরির পর বিশেষ নিয়মে এই চীবর বা ভিক্ষুদের পরিধেয় বস্ত্র দান করা হয়।
এই বছরের অনুষ্ঠানে দেশ-বিদেশ থেকে বহু বৌদ্ধ সন্ন্যাসী যোগ দেন। ভক্তরা শ্রদ্ধা ভরে ভিক্ষুদের হাতে ত্রি চীবর দান করেন। অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্র-ছাত্রীদের হাতে সম্বর্ধনা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠান উপলক্ষে এলাকায় এক শান্তি চীবর পরিক্রমা পদযাত্রারও আয়োজন করা হয়। পদযাত্রায় নেতৃত্ব দেন টালিগঞ্জ সম্বোধি বুদ্ধ বিহারের পরিচালক অরুণজ্যোতি ভিক্ষু। তিনি বলেন,
“বর্তমান সময়ে গৌতম বুদ্ধের দেখানো শান্তি ও সহানুভূতির পথ অত্যন্ত প্রাসঙ্গিক। সেই পথেই আমাদের সকলকে এগিয়ে যেতে হবে।”
এই দানোৎসবের মধ্য দিয়ে টালিগঞ্জ জুড়ে ছড়িয়ে পড়ে ধর্মীয় সৌহার্দ্য ও মানবতার বার্তা

1 thought on “টালিগঞ্জে ম্যুর এভিনিউ বুদ্ধ সমিতির দানোত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *