WhatsApp Image 2025-08-21 at 3.19.43 PM
Spread the love

ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য স্বামী প্রণবানন্দ মহারাজ যুব ও ছাত্রসমাজের মধ্যে নৈতিক চরিত্র গঠনে জোর দিয়েছিলেন। সেবাকাজের পাশাপাশি আদর্শ সমাজ গঠনে তাঁর ভূমিকা ছিল অসীম।
জাতি গঠনে আচার্য স্বামী প্রনবানন্দ মহারাজের শিক্ষা চিন্তার প্রাসঙ্গিকতা ও বর্তমান সমাজে তার উপযোগিতা নিয়ে অভিনব গবেষণা সম্পন্ন করেছেন ভারত সেবাশ্রম সঙ্ঘের ছাত্র গবেষক হিরন্ময় রায়।
নিউ টাউনে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির ২০২৫ সালের সমাবর্তন অনুষ্ঠানে হিরন্ময়ের হাতে পিএইচ.ডি ডিগ্রি তুলে দেন কো-চ্যান্সেলর ডক্টর মানসী রায়চৌধুরী এবং রেক্টর অধ্যাপক ডক্টর গৌতম সেনগুপ্ত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যান্সেলর ডক্টর গৌতম রায়চৌধুরী,ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসী স্বামী সৌরভানন্দ মহারাজ, পণ্ডিত হরিহরণ, অভিনেত্রী অপর্ণা সেন, ভারতে গুগল এডুকেশানের প্রধান সঞ্জয় জৈন প্রমুখ।
রেক্টর গৌতম সেনগুপ্তের তত্ত্বাবধানে এই গবেষণা সম্পন্ন হয়। তিনি বলেন, স্বামী প্রণবানন্দের মতো মহান শিক্ষাবিদের আদর্শ নিয়ে এই গবেষণা ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি দিশা তৈরি করবে।
ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ এ ধরনের গবেষণায় বর্তমান ছাত্রসমাজকে আরও এগিয়ে আসার আহ্বান জানান।
গবেষক হিরন্ময় রায় বলেন, বর্তমান ছাত্রসমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে এই গবেষণা নতুন প্রজন্মকে দিশা দেখাবে।

3 thoughts on “স্বামী প্রণবানন্দের শিক্ষাদর্শ নিয়ে গবেষণা টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *