WhatsApp Image 2025-05-29 at 12.10.23 AM (1)
Spread the love

বর্তমানে আধুনিক সময়ে মানব জীবন প্রযুক্তি নির্ভর। কিন্তু ব্যস্ত সময়ে নিজের জীবনে ভবিষ্যত সম্পর্কে প্রত্যেকেই জানতে কৌতূহলী। আগামী দিনে সেই পথের সন্ধান দেন জ্যোতিষ শাস্ত্রীরা। বিভিন্ন সমস্যার সমাধান থেকে ভবিষ্যতবাণী সব বিষয়ে
জ্যোতিষ শাস্ত্রই পথ দেখায়। এই জ্যোতিষ শাস্ত্র নিয়ে যারা চৰ্চা করে চলেছেন তাঁদের সম্মানিত করল রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট। বুধবার আইসিসিআর প্রেক্ষাগৃহে সম্মান প্রদান করা হল বিশিষ্ট জ্যোতিষ শাস্ত্রীদের। এদিন তাঁদের হাতে পুরস্কার তুলে দিলেন অভিনেত্রী অনামিকা সাহা, সুকন্যা দাস, অংশুমান ও পাঞ্চালি হালদার।
এছাড়াও উপস্থিত ছিলেন অভিনেত্রী ইন্দ্রানী দত্ত, তনুকা চ্যাটার্জি, রেডওয়াইন-এর কর্ণধার অভিজিৎ গুপ্ত, ইন্টিরিয়র ডিজাইনার সঞ্জীব বসাক।
প্রত্যেক জ্যোতিষ শাস্ত্রী জানালেন, সমাজে জ্যোতিষ বিদ্যা এখন মানুষের কাছে গ্রহণ যোগ্যতা বেড়েছে। হাত দেখা নয় অঙ্ক মিলিয়ে আমরা জ্যোতিষ শাস্ত্র করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *