কলকাতা, ১৩ই জুলাই: টিভি নাইন বাংলার সুস্বাস্থ্য সম্মান তৃতীয় বছরে পা দিল। এই অনুষ্ঠানে দেশের স্বাস্থ্যক্ষেত্রের কৃতীদের সম্মানিত করি আমরা। এ বছর সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল স্বভূমির রাসমঞ্চে। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন টিভি নাইন বাংলার ম্যানেজিং এডিটর ও বিজনেস হেড, অমৃতাংশু ভট্টাচার্য; টিভি নাইন বাংলার কনসাল্টিং এডিটর অনির্বাণ চৌধুরী; ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুকুমার মুখোপাধ্যায়। জীবনকৃতি সম্মানে সম্মানিত করা হল দুই প্রথিতযশা বর্ষীয়ান চিকিৎসক ইন্দ্রশেখর রায়, চক্ষু চিকিৎসার জগতে যিনি আই এস রায় নামেই পরিচিত, এবং ত্বকরোগ বিশেষজ্ঞ সুব্রত মালাকারকে। চিকিৎসা গবেষণায় উল্লেখযোগ্য অবদানের জন্য সম্মান জানানো হয় খড়গপুর আইআইটি-র ডিরেক্টর সুমন চক্রবর্তীকে। ভারতের প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ্যায় এবং ভারতে প্রথম নলজাতক শিশুর সৃষ্টিকর্তা সুভাষ মুখোপাধ্যায়ের স্মরণে দু’বিশেষ পুরস্কার প্রদান করে টিভি নাইন বাংলা। এ বছর এই দুই পুরস্কারে ভূষিত হলেন যথাক্রমে ডা. শুভঙ্কর চৌধুরী এবং ডা. গীতা গাঙ্গুলি মুখার্জি। নবজাতক প্রসব পদ্ধতির সঙ্গে প্রকৃতির যোগসূত্র নিবিড় করার প্রয়াসের স্বীকৃতি হিসেবে সম্মানিত করা হয় কলকাতা মেডিক্যাল কলেজের স্ত্রীরোগ এবং প্রসূতি বিভাগকে। জনসেবায় বিশিষ্ট ভূমিকার কারণে সম্মান তুলে দেওয়া হয় ডা. কৌশিক লাহিড়ি এবং ডা. দেবাশিস ভট্টাচার্যের হাতে। প্রচারের আলোর বাইরে নীরবে সমাজের প্রান্তিক মানুষদের জন্য কাজ করার স্বীকৃতি হিসেবে সম্মানিত করা হয় ডা. তাপসকুমার দাস, ডা. সমরেন্দ্রনাথ রায় এবং নার্স ডলি বিশ্বাসকে। আর চিকিৎসা পেশার বাইরে উল্লেখযোগ্য অবদানের কারণে সম্মানিত করা হয় চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় এবং অভিনেতা কৌশিক ঘোষকে। আগামী রবিবার, ১৩ জুলাই সকাল সাড়ে এগারোটায় টিভি নাইন বাংলায় সম্প্রচারিত হবে ‘সুস্বাস্থ্য ২০২৫’।


Promote our products and earn real money—apply today! https://shorturl.fm/Go8ZT