WhatsApp Image 2025-08-20 at 7.10.13 PM
Spread the love

আজ ২০ ই আগস্ট ২০২৫ হিন্দু সৎকার সমিতি’র পরিচালনায়
দ্বিতীয় বর্ষের স্বাস্থ্য শিবির সম্পন্ন হল। উপস্থিত ব্যাক্তিদের মধ্যে ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী ডাঃ শশী পাঁজা, অস্ট্রেলিয়ান দূতাবাসের উপ মুখ্য কনসাল জেনারেল কেভিন গো এবং পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন আবগারি বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিগণ।

‘সিরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন’ এবং ‘সুশ্রুত আই ফাউণ্ডেশন অ্যাণ্ড রিসার্চ সেন্টার’-এর যৌথ উদ্যোগে প্রয়াত রীতা দে-র স্মরণে সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অংশের নরনারীদের সহায়তার লক্ষ্যে আজ বিনামূল্যের স্বাস্থ্য শিবির পরিচালনা করল ‘হিন্দু সৎকার সমিতি’।

অনুষ্ঠানের প্রাক্কালে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সংগঠনের অছি পরিষদের অন্যতম সদস্য সঞ্জয় রায় জানিয়েছেন, “আজকের স্বাস্থ্য শিবিরে চক্ষু পরীক্ষা, দন্ত পরীক্ষার পাশাপাশি বিবিধ প্রকারের স্বাস্থ্য পরীক্ষাও করা হবে।”

এছাড়া অনুষ্ঠানে হিন্দু সৎকার সমিতির তরফে শম্ভুনাথ গাঙ্গুলী, সন্দীপ মুখোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা সঞ্জয় বক্সি, স্মিতা বকসী, মোঃ জসিমুদ্দিন, বাবলু ব্যানার্জি, সাধনা বোস, ডাঃ অম্লান সাহা, সঞ্জীব আচার্য, চন্দন ঘোষ, সব্যসাচী ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
‘হিন্দু সৎকার সমিতি’র, প্রতি বছর এমন উদ্যোগ প্রসংসার দাবী রাখে।

2 thoughts on “দ্বিতীয় বর্ষের বিনা মূল্যের স্বাস্থ্য শিবির, পরিচালনায় ‘হিন্দু সৎকার সমিতি’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *