WhatsApp Image 2025-09-23 at 5.58.01 PM
Spread the love

পুরাণ মতে যুগের পর যুগে অসুর শক্তির প্রভাব সমাজকে আচ্ছন্ন করে এসেছে। বর্তমান সময়েও সেই অশুভ শক্তি যখন হিংসা, লোভ, কুসংস্কার আর অসত্যকে জড়িয়ে ধরছে, তখন মানবিকতা ও শিক্ষার আলোই একমাত্র তা থেকে মুক্তির পথ দেখাতে পারে। এই দর্শনকেই কেন্দ্র করে নির্মিত হয়েছে নতুন বাংলা চলচ্চিত্র ‘নবদুর্গা মাতৃরূপেণ সংস্থিতা।
মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে ছবিটির বহুল প্রতীক্ষিত ট্রেলার প্রকাশিত হয়।
ছবির চিত্রনাট্য,সংলাপ,গান ও অভিনয়ে ছিলেন পরিচালক সত্যব্রত কুমার।তিনি জানান,
“আমরা চাই এই চলচ্চিত্র কেবল বিনোদনের উপকরণ না হয়ে সমাজে এক নতুন চেতনার সঞ্চার ঘটাক। দর্শকরা সিনেমা হল থেকে ফিরবেন জীবনের এক গভীর মুল্যবোধের বার্তা নিয়ে।”
কৃষ্টি ক্রিয়েশন নিবেদিত এই ছবিতে প্রতিফলিত হয়েছে নৈতিক শিক্ষার গুরুত্ব, সামাজিক ভ্রাতৃত্ববোধ এবং দেবী দুর্গার মাতৃরূপে ঐক্যের মন্ত্র। সমাজের অন্ধকার ভেদ করে মানবতার আলো ছড়িয়ে দেওয়ার এক অভিনব প্রয়াস বলেই মনে করছেন উপস্থিত বিশেষ অতিথিরা।
ছবিটি ১০ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। পুজোর আগেই এই ছবিকে ঘিরে দর্শকমহলে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ।
ছবির অভিনয়ে পাপিয়া অধিকারী,বিল্লদল চট্টোপাধ্যায়,অর্পণ কুমার শর্মা, অনির্বান, নিবেদিতা সেন ও সঙ্গিতে অনুপ জলোটা, পন্ডিত তুশার দত্ত, শ্বেতা গুপ্তা, স্ত্রোত্রে শুভ দাশগুপ্ত বিশেষ পারদর্শিতা দেখিয়েছেন।

1 thought on “দুর্গাপূজার আগে প্রকাশিত ‘নবদুর্গা মাতৃরূপেণ সংস্থিতা’-র ট্রেলার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *