
থ্রিলার ছবিতে আরিয়ান ভৌমিক ও শুভঙ্কি ধর। মুক্তি পেল সিনেমার অফিসিয়াল ট্রেলার। শহরে হয়ে গেল সেই ট্রেলার লঞ্চের গ্র্যান্ড অনুষ্ঠান। ছবির পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক দ্বৈপ্যন এম। ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা আরিয়ান ভৌমিক ও অভিনেত্রী শুভঙ্কি ধর সহ ছবির অন্যান্য কলাকূশলীরা।
“স্লেয়ার” হল এমন একটি নারীকেন্দ্রিক মনিস্তাত্ত্বিক থ্রিলার ছবি যা একজন ডাক্তারের উপর ভিত্তি করে তৈরি এবং কিভাবে তার জীবন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হওয়ার পর কঠিন মোড় নেয়। প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন শুভঙ্কি ধর, যিনি টিভি সিরিয়ালে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তবে এই সিনেমাটি চলচ্চিত্র জগতে তার অভিষেক হবে। রহস্যে, থ্রিলারের মোড়কে মুক্তি পাবে এই ছবি। ছবিতে আরো গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সুপ্রিয় দত্ত, সুশান্ত দে, সৌরভ ভট্টাচার্য ও অন্যান্যকে।
অভিনেতা আরিয়ান ভৌমিক জানান “থ্রিলার ছবিতে দারুন একটা কনটেন্ট দর্শক উপহার পাবে। এই ছবির মূল আকর্ষণ হল এই ছবির কনটেন্ট। সাথে বেশ কয়েকটা ভালো গান আছে। এই ধরনের চরিত্র আগে আমি করিনি৷ দর্শকদের ভালো লাগবে এই চরিত্রটি”।
পরিচালক দ্বৈপ্যন এম জানান “এই ছবিতে শুভঙ্কি ও আরিয়ান কে নতুন জুটি হিসাবে দর্শক উপহার পাবে। ছবিতে বেশ কয়েকটি গান রয়েছে। এই ছবিতে পুরোপুরি থ্রিলার মোড়কে গল্প দেখানো হবে।আশা করছি দর্শকদের ভালো লাগবে এই ছবি। ইতিমধ্যে ছবির ট্রেলার মুক্তি পেয়েছে”।
অভিনেত্রী শুভঙ্কি জানান ” এই ছবিতে পুরোপুরি ভিন্ন লুকে দর্শক আমাকে দেখতে পাবে। থ্রিলার, মার্ডার, রহস্যে এই সবকিছু নিয়ে স্লেয়ার। আরিয়ান ভৌমিকের সাথে কাজ করার অভিজ্ঞতা দারুন। আশা করছি প্রজেক্টটা সবার খুব ভালো লাগবে”। চলতি বছরে প্রযোজক অমিত সিনহা এর প্রযোজনাতে “অ্যাম্পল ড্রিমস ডেভেলপারস” এর ব্যানারে মুক্তি পাবে এই ছবি।
https://www.youtube.com/watch?v=LYPcglYFFj0