WhatsApp Image 2025-07-08 at 13.31.58_fca6720e
Spread the love

প্রথমবার আমরা দর্শনা বনিক আর বনি সেনগুপ্তকে একসাথে দেখবো একটি সম্পূর্ণ ভিন্নধর্মী গল্পে। একজন মানুষের জীবনের বন্ধু কতটা গুরুত্বপূর্ণ তা দেখা যাবে এই নতুন ছবিতে। ছবির মুখ‍্য চরিএে তৃষাণজিৎ,বনি সেনগুপ্ত এবং দর্শনা বনিক।প্রকাশ্যে ছবির নাম “কেয়ার অফ এ জার্নি”। ছবির পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক প্রতীক সরকার৷
এই প্রথমবার দর্শনা বনিক-কে আমরা দেখতে পাবো খুব অন‍্যরকম একটি চরিএে,এবং গল্পের চরিএটি ভীষণ রকম চ‍্যালেঞ্জিং। গল্পের প্রেক্ষাপট গ্রামবাংলা এবং শহর কেন্দ্রিক। ছয়-সাত বছরের ছেলে পাটু, তিনকুলের কেউ নেই। বৃদ্ধা ঠাকুমার সাথে বাস করে পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে। মা তার কবেই মারা গিয়েছে। বাবা তাদের ছেড়ে চলে গিয়েছে শহরে। আর সেই বাবার সন্ধানেই একদিন গরমের ছুটিতে কাউকে না জানিয়ে পাটু একা পাড়ি দেয় শহরের উদ্দেশ্য। কিন্তু এ শহরে তো সে কাউকে চেনে না, একা এই শহরে। কিন্তু মন তো বাবা কে খুঁজে চলেছে। হঠাৎ দেখা হয় বামা নামক একজনের সাথে। যদিও বামা বয়সে অনেকটাই বড়ো পাটুর থেকে। কিন্তু তাদের মধ্যে বন্ধুত্ব বাড়তে থাকে। শুরু হয় গল্পের মূল প্লট। আর তারসাথে গল্পের আর একজন প্রধান চরিএ রুমেলা। আর এই রুমেলার চরিএে দর্শনা বনিক এই প্রথমবার সম্পূর্ণ আলাদা চরিএে ধরা দেবে। আরো অনেক গুরুত্বপূর্ণ চরিএে দেখা যাবে আরো অনেককে, যা ক্রমশপ্রকাশ‍্য। ছবিতে থাকবে বেশ কয়েকটি গান। ছবির সিনেমাটোগ্রাফি করছেন সুপ্রিয় দত্ত। ছবির শুটিং হবে কলকাতা শহরে ও তার আসেপাশে। এক মাটির গল্প বলবে এই “কেয়ার অফ এ জার্নি”। ছবিটি মুক্তি পাবে “মহাদিগন্ত কমিউনিকেশন এন্ড নেটওয়ার্ক” এর ব্যানারে ময়ূখ দাসের প্রযোজনাতে।

অভিনেএী দর্শনা বনিক জানান “এটা একটা বন্ধুত্বের গল্প। বন্ধুত্বের কোনো সীমা হয় না। বামা আর পাটুর এবং সাথে রুমেলার বন্ধুত্ব এই ছবির প্রাণ। পুরোপুরি মাটির গল্প বলবে এই ছবি। আমি প্রথমবার সম্পূর্ণ আলাদা চরিএে নিজেকে ধরা দেবো, একটু ভিন্নধর্মী চরিএের খিদে সমস্ত অভিনেতা অভিনেএীর রয়েছে।আমার কাছে রুমেলার চরিএ খুবই চ‍্যালেঞ্জিং।আশা করছি দর্শকদের ভালো লাগবে”।

ছবির চিত্রনাট্য লিখছেন ঋষি ঘটক ও শিঞ্জন বসু। এবার ছবিটি ফ্লোরে যাওয়া শুধু সময়ের অপেক্ষা।

 

1 thought on “জুটিতে বনি-দর্শনা। জীবনের জার্নির গল্প বলবে নতুন ছবি। এই প্রথমবার সম্পূর্ণ অন‍্যরকম একটি চরিএে দর্শনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *