WhatsApp Image 2025-09-20 at 1.16.20 PM
Spread the love

এবার পুজোর সবচেয়ে বড়ো ডান্সের গানে দেখা যাবে অভিনেত্রী কৌশানি মুখার্জি কে। প্রকাশ্যে এসেছে সেই ড্যান্সের গানে অভিনেত্রী কৌশানি মুখার্জি লুক, যা দর্শকদের চমকে দেবে। নীল শাড়িতে পুরোপুরি অন্য স্টাইলে দেখা যাচ্ছে অভিনেত্রী কৌশানি মুখার্জি কে। পুজো মানে গান, আড্ডা, খাওয়া, ঘোরাঘুরি, আর সেই সঙ্গে অভিনেত্রী কৌশানি মুখার্জি আসছে তার নতুন গান “সিঙ্গেল লাইফ” নিয়ে। গানটি গেয়েছেন গায়িকা অঙ্কিতা ভট্টাচার্য, সুর দিয়েছেন কুন্তল দে। পুরোপুরি অন্য স্বাদের গানে দর্শক উপহার পাবে এই গান। সাউথ ইন্ডাস্ট্রির মতো নাকি বড়ো চমক রয়েছে এই গানে। গানটির পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন কারান আরিয়ান। ইতিমধ্যে গানের শ্যুটিং শেষ৷ প্রকাশ্যে এসেছে সেই গানের অফিসিয়াল পোস্টার ও অভিনেত্রী কৌশানি মুখার্জির লুক। গানটি মুক্তি পাবে “সান ভেঞ্চার” এর ব্যানারে প্রযোজক সানি খান ও অনুপ সাহা এর প্রযোজনাতে। গানটিতে সিনেমাটোগ্রাফি হিসাবে কাজ করছেন অনিমেষ ঘরুই। গানটির কার্যনির্বাহী প্রযোজনাতে রয়েছেন সাহেব হালদার।


অভিনেত্রী কৌশানি মুখার্জি জানান “পুজোর সবচেয়ে বড়ো গান হবে এই “সিঙ্গেল লাইফ”। ডান্সের গানে এই বছর এই গান দর্শকদের মন কেড়ে নেবে আমি আশা করছি। পুজো প্যান্ডেলে সবাই এনজয় করবে এই গান। অনেকটা প্রস্তুতি নিয়ে পুরো টিম এই কাজটা করেছি। গানটার মধ্যে অনেক চমক আছে। ড্যান্সের গান হিসাবে এই গানটা দর্শকদের কাছে আলাদা জায়গা করে নেবে”।

পরিচালক কারান আরিয়ান জানান “এই গানে অভিনেত্রী কৌশানি মুখার্জির পারফরম্যান্স সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনবদ্য ড্যান্স রয়েছে পুরো গানের ভিডিও তে, যেটা কৌশানি মুখার্জি ছাড়া অন্য কেউ পারতো না। পুরোপুরি পুজোর নাচের গানে এই গান মানুষের মন কেড়ে নেবে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *