WhatsApp Image 2025-11-17 at 7.29.41 PM (1)
Spread the love

মৌলালি যুবক কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে গেল ইন্টারন্যাশনাল নিউ স্টার’ আয়োজিত পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক উৎসব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর অভিনেত্রী পাপিয়া অধিকারী, চলচ্চিত্র নির্দেশক বাদল সরকার, পরিচালক ও সম্পাদক সৌমেন সেন,বিপ্লব ঘোষ, অমরনাথ সেন, অদিতি মুখার্জী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা।

ইন্টারন্যাশনাল নিউ স্টার’ আয়োজিত পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক উৎসবের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে প্রতিভার দৃষ্টান্ত রাখার জন্য শতাধিক ব্যক্তিকে পুরস্কৃত করা হয়।
একাধিক ব্যক্তির উপস্থিতিতে পুরস্কৃত করা হয় সংস্কৃতি, সাহিত্য, সমাজসেবা, প্রশাসন সহ একাধিক ক্ষেত্রে উল্লেখযোগ্য শতাধিক ব্যক্তিকে।”
প্রাক্তন বিগ্রেডিয়ার তুষার কান্তি মুখোপাধ্যায়, শ্রী সুমন দাস (জেনারেল সেক্রেটারি, হিউম্যান রাইটস), বিপ্লব ঘোষ (অল ইন্ডিয়া হিউম্যান রাইটস সেক্রেটারি, সিপিডিয়ার),বাদল বর্মন (বিশিষ্ট সাহিত্যিক ও পুলিশ আধিকারিক), বরুণ চক্রবর্তী (বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক),কৌশিক গাঙ্গুলী (বিশিষ্ট সাহিত্যিক), সিরাজুল ইসলাম ঢালী (বিশিষ্ট ঔপন্যাসিক), দিপা দাস (নজরুল গবেষক),সুব্রত চ্যাটার্জি (কবি),আরতি ঘোষ (লেখিকা),আমি কল্যাণী (লেখিকা),বাদল সরকার (বিশিষ্টপরিচালক), সুমন মুখার্জি (আকাশ আট এবং রবীন্দ্রভারতী টপার),দীপঙ্কর পোড়েল (বিশিষ্ট সমাজ সেবক),রুহুল আমিন,ইউসুফ মোল্লা।

ইন্টারন্যাশনাল নিউ স্টার’-এর পরিচালক ও সম্পাদক সৌমেন সেন জানিয়েছেন, “এই মুহূর্তে বর্তমান প্রজন্মের একাংশ একদিকে যেমন বই থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তেমনই অন্যদিকে তারা সংস্কৃতি বিমুখ হয়ে উঠেছে। সংস্কৃতি বিমুখ এই তরুণ সমাজকে বই ও সংস্কৃতিমুখী করার উদ্দেশ্যেই আমাদের এই অনুষ্ঠানের আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *