প্রযোজক: রোড এন্টারটেনমেন্ট ও ফিল্ম্স অ্যান্ড ফ্রেম্স যৌথ প্রযোজনা
পরিচালনায়:রাজদীপ ঘোষ
সিনেম্যাটোগ্রাফী : শুভজিত রায়
এডিটর: কৌস্তব সরকার
সহকারী পরিচালক: সৌরভ চক্রবর্তী
গণ মাধ্যম প্রচার: রানা বসু ঠাকুর
অভিনয়ে:

জয় সেনগুপ্ত
দিপান্বীতা রক্ষিত
জয়জিৎ ব্যানার্জি
অনুজা রায়
জিৎসুন্দর চক্রবর্তী
✨️ উল্লেখযোগ্য: ছোটো পর্দার জনপ্রিয় অভিনেত্রী, দিপান্বীতা রক্ষিতের এটাই প্রথম ওয়েব সীরিজ।

মূল কাহিনী👩🏽❤️💋👨🏾
| ডক্টর অনির্বাণ সেনগুপ্ত, সাইকোলজি প্রফেসর,পাহাড়ের কোলে এক ছিমছাম বাড়িতে একাই থাকেন… শুধু মাঝে মাঝে ছোট্ট মেয়ে তিন্নি আসে তার অনি আঙ্কেলের বাড়ি। তিন্নিকে ভীষণ ভালোবাসে অনির্বাণ, পুতুল বানিয়ে দেয়, চকলেট দেয়, ওদের শান্ত নিস্তরঙ্গ জীবনে হঠাৎ একদিন অফিসার ইন চার্জ, রজত প্রবেশ করে, কারণ জঙ্গলের রাস্তায় একটা ডেড বডি পাওয়া গেছে। খালি চোখে দেখলে মনে হয় অ্যাক্সিডেন্ট, কিন্তু পোস্টমর্টেম অন্য কথা বলে|
এটা খুন, তার তদন্ত করতেই রজতের অনির্বাণের বাড়িতে আসা, কারণ যে ছেলেটি খুন হয়েছে সেই ছেলেটি অনির্বাণের অত্যন্ত পরিচিত | শুধু তাই নয়, সে আবার অনির্বাণ এর প্রাক্তন ছাত্র |

তদন্ত করতে করতেই রজত অনির্বাণ এর কাছে তিন্নির কথা জানতে পারে | তিন্নির বাড়িতে গিয়ে রজত চমকে ওঠে, তিন্নি নাকি অনি আঙ্কেলের রেফ্রিজারেটরে একটা কাটা কান দেখতে পেয়েছে, তিন্নিকে একটা পুতুল বানিয়ে দেবে বলে অনির্বাণ সিলিকনের তৈরি হিউম্যান বডি পার্টস কিনে এনেছে। রজতের সন্দেহ দৃঢ় হতে থাকে |
রজত পুতুল টা দেখতে চায়, তিন্নি পুতুলটা রজতের কাছে আনতেই রজত পুতুলের একটা কান ছিঁড়ে সেটা ফরেন্সিকে পাঠায়।
কারণ তার কিছুদিন আগে পুলিশ একটা মেয়ের ডেড বডি জলাশয় এর কাছে পায়, যার কান, ঠোঁট এবং হাতের আঙুল নিপুন ভাবে কাটা |

রজত সার্চ ওয়ারেন্ট নিয়ে পৌঁছয় অনির্বাণ এর বাড়ি, তারপর…
রজত এসিপির কাছে বলে, সে অনির্বাণের বাড়ি সার্চ করতে চায়, কারণ সে নিশ্চিত অনির্বাণ কিছু লুকোচ্ছে | না হলে কেউ হিউম্যান বডি পার্টস দিয়ে বাচ্চার জন্য পুতুল কেন বানাবে?
কার বিকৃত মনবৃত্তির যৌন ফ্যান্টাসী, কার প্রতি ভালোবাসা আর দুর্বৃত্তের ভারসাম্যহীন অনুসরণ করা লালসা, বাল্য কালের কিসের অপরাধ প্রবণতা … এরকম নৃশংস ঘটনাবলী ক্রমানুসারে কাহিনীর প্রেক্ষিতে উদয় হয়…
রহস্যময় এই বাড়িতে কি লুকোনো আছে? প্রফেসর অনির্বাণ কি সত্যিই এই খুনের ব্যাপারে কিছু জানে? রক্ত হীম করা ঘটনাচক্র নিয়েই আমাদের কাহিনী প্রফেসর সেনগুপ্ত|
পরতে পরতে রোমহর্ষক দুর্ধর্ষ ঘটনাবলীতে ভরা এই থ্রিলার আসছে আগামী জুলাই মাসে।
চোখ রাখতে হবে ক্লিক OTT প্ল্যাটফর্মে।

Become our affiliate—tap into unlimited earning potential! https://shorturl.fm/tEIXd