WhatsApp Image 2025-07-25 at 5.08.11 PM
Spread the love

পশ্চিম মেদিনীপুরের ঘাঁটাল মহকুমায় টানা বৃষ্টির ফলে সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি। নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বহু মানুষ গৃহহীন হয়েছেন, চাষবাসে ব্যাপক ক্ষতি হয়েছে। এই সঙ্কটময় মুহূর্তে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে ভারত সেবাশ্রম সঙ্ঘ।
সংস্থার পক্ষ থেকে ঘাঁটালের বিভিন্ন বন্যা কবলিত এলাকায় শুকনো খাবার বিতরণ শুরু হয়েছে। চিড়ে, গুড়, বিস্কুট, মুড়ি সহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে দুর্গত মানুষদের হাতে। শুধু খাবার নয়, অসুস্থ ও আহতদের চিকিৎসার জন্য স্থাপন করা হয়েছে অস্থায়ী মেডিকেল ক্যাম্প। সেখান থেকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ও ওষুধ সরবরাহ করা হচ্ছে।
ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ জানিয়েছেন, “এই দুর্যোগে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। আমাদের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা নৌকায় করে বন্যা প্লাবিত পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার অন্তর্গত দৌলৎচক, ফতেপুর, রামচক, গঙ্গাপ্রসাদ, নিচ মনসুকার ৩০০ পরিবারকে শুকনো খাবার ও মেডিকেল ক্যাম্পের এর মাধ্যমে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে।

1 thought on “ঘাঁটালে টানা বর্ষণে বন্যা, দুর্গতদের পাশে ভারত সেবাশ্রম সঙ্ঘ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *