কলকাতা, ২৬ জুন, ২০২৫: জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ১১০ তম প্রতিষ্ঠা দিবস উজ্জাপনের আয়োজন সম্পন্ন। এই আয়োজনের অঙ্গ হিসেবে তিন দিনের অ্যানিমাল ট্যাক্সোনোমি সামিট ১লা জুলাই থেকে ৩রা জুলাই কলকাতায় আয়োজিত হবে। উভয় অনুষ্ঠানের আগামী ৩০শে জুন ২০২৫ শুভারম্ভ হবে কেন্দ্রীয় বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব-এর করকমলে।
এই প্রতিষ্ঠা দিবসের অঙ্গ হিসেবে এই বছর জেড এস আই আয়োজন করেছে এক অভিনব প্রতিযোগিতার। ১১০ ঘন্টা হ্যাকাথন – জীববৈচিত্র ও জলবায়ু পরিবর্তনের উপর আধার করে। আগামী ৩০শে জুন ২০২৫ সকালে এই প্রতিযোগিতার ফাইনালেও মাননীয় মন্ত্রী উপস্থিত থাকবেন ও প্রতিযোগীদের উৎসাহ বৃদ্ধি করবেন। প্রতিযোগিতায় মোট ২০৫ টি দল নথিভুক্ত হয়েছিল। জেড এস আইয়ের ১৬টি প্রাদেশিক কেন্দ্রে প্রাথমিক পর্ব আয়োজন হয়। প্রতিটি রিজিওনাল সেন্টারকে ঘিরে মোট ১৬টি থিম বা বিষয়বস্তু স্থির হয়। মোট ১০৫টি দল মে মাসে এই প্রাদেশিক কেন্দ্রগুলিতে প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি ও নীতি-নির্ধারণ সংক্রান্ত অভিনব ভাবনা সম্বলিত প্রেশেন্টেশান তুলে ধরেন। প্রতিটি কেন্দ্র থেকে প্রথম হওয়া দলগুলিকে নিয়ে জুন মাসে পুনে প্রাদেশিক কেন্দ্রতে জাতীয় পর্যায়ের সেমিফাইনাল আয়োজিত হয়। সেখান থেকে নির্বাচিত সেরা পাঁচটি দলকে নিয়ে কলকাতায় আগামী ৩০শে জুন ফাইনাল আয়োজন করা হবে।
এছাড়াও এবারের প্রতিষ্ঠা দিবসে মাননীয় মন্ত্রী জেড এস আই-এর উল্লেখযোগ্য প্রকাশনাগুলি উন্মোচন করবেন। বাৎসরিক অ্যানিমাল ডিসকভারি-২০২৪ প্রকাশিত হবে। এবার এই গ্রন্থে নতুন আবিস্কৃত ৬০০ প্রাণী প্রজাতির তথ্য লিপিবদ্ধ করা হয়েছে। এছাড়াও প্রকাশিত হবে-
প্লান্ট ডিসকভারি-২০২৪
অ্যাবস্ট্রাক্ট বুক: অ্যানিমাল ট্যাক্সোনোমি সামিট ২০২৫ (হিন্দি/ইংরেজী)
রেকর্ডস অফ জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (বিশেষ সংখ্যা: এটিএস ২০২৫)
ফনাল ডাইভার্সিটি অফ ইস্টার্ন ঘাট
ফনাল ডাইভার্সিটি অফ চিল্কা লেক
অ্যাকুয়াটিক বায়োডাইভার্সিটি হটস্পটস ইন দ্য নর্থ ইষ্টার্ণ রিজিয়ন অফ ইন্ডিয়া
স্ট্যান্ডার্ডাইজেশন অফ সায়েন্টিফিক ফ্রেশ ওয়াটার ফিশ স্যাম্পলিং মেথডস
মরফোলোজি, মলিকিউলার ট্যাক্সোনোমি অ্যান্ড বায়োনমিক্স অফ ফরেন্সিক ফ্লাইস (ইনসেক্টা ডিপ্টেরা) অ্যাক্রস দ্য ডিফরেন্ট জিও ক্লাইমেটিক রিজিওনস অফ ওয়স্ট বেঙ্গল
দ্য ফনা অফ ইন্ডিয়া -হাইমেনোপটেরা : ভেসপাইড (সলিটারি ওয়াস্পস)
এই অনুষ্ঠানে চেক লিস্ট অফ ফনা অফ ইন্ডিয়ার দ্বিতীয় পর্ব প্রকাশিত হবে। প্রায় এক শতকের গবেষণার ফসল মোট ১০৫,২৪৪ টি প্রজাতি ও উপ প্রজাতির তথ্য সমৃদ্ধ এই চেকলিস্ট প্রথম পর্ব জুলাই ২০২৪ তে মাননীয় মন্ত্রীর হাত দিয়ে প্রকাশিত হয়েছিল। সংস্থার অধিকর্তা ড: ধৃতি ব্যানার্জীর সুযোগ্য নেতৃত্বে ১৮৫ জনের বেশি বিজ্ঞানী এই তথ্য ভান্ডার গড়ে তুলেছেন। যা মাউসের ছোঁয়ায় গবেষক ও ভবিষ্যৎ প্রজন্মের হাতে উঠে আসবে। জেড এস আই এই তথ্যভান্ডার প্রতি বছর সংযোজন ও পরিমার্জন করে যাবে।
এই অবসরে জেড এস আই দু’টি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করবে।
প্রথমটি হিমালয় অঞ্চলে খাদ্য হিসেবে পরিচিত প্রাণীর উপর বিস্তারিত গবেষণার জন্য ভারতীয় সেনা বাহিনীর কাউন্টার ইনসার্জেন্সি অ্যান্ড জাঙ্গল ওয়ারফেয়ার স্কুলের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হবে। আর পরিবেশগত গবেষণার জন্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার ন্যাচারাল রিসোর্সেস এর সঙ্গে অপর মৌ চুক্তি হবে।
প্রতি বছরের মতো এবারও জেড এস আই প্রতিষ্ঠা দিবসে থাকছে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান। নৃত্যনাট্যের মাধ্যমে পরিবেশ গত নানাবিধ সমস্যা ও তার সমাধান এবং জেড এস আইয়ের কাজ নিয়ে জনসচেতনতা বৃদ্ধিতে এই অনুষ্ঠান আকর্ষক হয়ে উঠবে।
জেড এস আই-এর প্রতিষ্ঠা দিবসের অঙ্গ হিসেবে বিগত দু’ বছর ধরে আয়োজিত হয়ে চলেছে অ্যানিমাল ট্যাক্সনোমি সামিট। এর তৃতীয় সংস্করণ ১লা জুলাই থেকে ৩রা জুলাই অনুষ্ঠিত হবে। ট্যাক্সনোমি, সিস্টেমেটিক্স, প্রাণী বৈচিত্র এবং সংরক্ষণ নিয়ে এই সম্মেলনে আলোচনা হবে। দেশের বিভিন্ন প্রান্ত ছাড়াও ঘানা, ডেনমার্ক, মার্কিন যুক্তরাষ্ট্র, এবং ইংল্যান্ড থেকে প্রায় ৫০০ প্রতিনিধি এই সম্মেলনে যোগ দেবেন। সামিটে ২২টি বিশেষ ভাষণ ও ১৭০টি পোস্টার প্রেসেন্টেশন করা হবে। সামিটে উঠে আসা বিভিন্ন পরামর্শ ভারত সরকারের কাছে পেশ করা হয়।
