WhatsApp Image 2025-08-23 at 5.53.51 PM
Spread the love

২০২৩ সালের ২৩ আগস্ট জাতীয় মহাকাশ দিবসের দিনেই ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর তৈরি চন্দ্রযান ৩ এর ল্যান্ডার ‘বিক্রম’ সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুর কাছাকাছি অবতরণ করে।
সেই ঐতিহাসিক সাফল্যের উদযাপন ও স্কুল পড়ুয়াদের মধ্যে বিজ্ঞান ও মহাকাশ সম্পর্কে আগ্রহ বৃদ্ধি করতে দেশের অন্যতম বৃহৎ মহাকাশভিত্তিক আন্তঃবিদ্যালয় কুইজ প্রতিযোগিতা “স্টেলার স্পেস কুইজ ২০২৫”-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হল রাজারহাটের আইআইটি খড়্গপুর রিসার্চ পার্কে।
খড়গপুর আই আই টির প্রাক্তনীদের নিয়ে গঠিত এডুডাইম স্টেমপাওয়ার্ড এর উদ্যোগে এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের শীর্ষ বিদ্যালয়ের নির্বাচিত প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।
সংস্থার প্রতিষ্ঠাতা ও সিইও রাজীব আগরওয়াল বলেন,
“এটি ভারতের প্রথম বৃহৎ মহাকাশভিত্তিক ন্যাশনাল স্কুল কুইজ। আমরা চাই এই উদ্যোগের মাধ্যমে আগামী প্রজন্মের ছাত্রছাত্রীরা বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও উৎসাহী হোক। ১০ লক্ষাধিক শিক্ষার্থীকে এই কুইজ ইতিমধ্যেই যুক্ত করেছে।
এই ধরনের প্রতিযোগিতা ভবিষ্যতের বিজ্ঞানী ও উদ্ভাবকদের জন্য এক অনন্য প্ল্যাটফর্ম হয়ে উঠবে বলে তারা মনে করেন।

4 thoughts on “চন্দ্রযান ৩ এর সাফল্যে মহাকাশভিত্তিক কুইজ প্রতিযোগিতা কলকাতায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *