কলকাতা, ২৩ জুন ২০২৫– জনপ্রিয় টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি এবার নতুন এক ভূমিকায় আত্মপ্রকাশ করতে চলেছেন। প্রথমবারের মতো তিনি একটি বাংলা সিনেমা উপস্থাপণা করছেন। ছবির নাম ‘দাঁতের লড়াই’। সিনেমাটির প্রযোজনায় রয়েছে সেভেন হর্স প্রোডাকশন এবং পরিচালনা রয়েছেন বিপ্লব কোয়াল।
‘দাঁতের লড়াই’ একটি গ্রামীণ পটভূমিতে গড়ে ওঠা আবেগপ্রবণ কাহিনি। গল্পের মুখ্যচরিত্রে রয়েছে খুকু নামের এক দরিদ্র মেয়ে, যার প্রিয় ক্যান্ডির নামই ‘দাঁতের লড়াই’। এই সামান্য টফিকে ঘিরে গড়ে ওঠা খুকুর জীবনের টানাপোড়েন এবং ছোট ছোট স্বপ্ন নিয়েই ছবির বিভিন্ন আবেগঘন মুহুর্ত।
ছবিটি নিয়ে শ্রাবন্তী চ্যাটার্জি বলেন –

“দাঁতের লড়াই’ এক হৃদয়স্পর্শী ছবি। পরিচালক বিপ্লব কোয়াল ও তাঁর টিম যখন এই সিনেমাটি প্রেজেন্ট করার প্রস্তাব দেন, তখন আমি আগ্রহ নিয়ে ছবিটি দেখি। দেখার পর মনে হয়েছে, এটি একটি সুন্দর ও মননশীল কাজ, যা মানুষের মন ছুঁয়ে যাবে। তাই আমি সিদ্ধান্ত নিই এই ছবির সঙ্গে যুক্ত হওয়ার। এই প্রথম প্রেজেন্টার হিসেবে কাজ করছি, তাই এক নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি। বাংলা সিনেমার প্রতি আমার ভালোবাসা এবং অবদান রাখার ইচ্ছা থেকেই এই দায়িত্ব গ্রহণ করেছি।”
ছবির মূল চরিত্র খুকু-র ভূমিকায় রয়েছেন শিশু অভিনেত্রী আকাঙ্ক্ষা সেনগুপ্ত। তাঁর বাবা দানু চরিত্রে অভিনয় করেছেন অভিলাষ চক্রবর্তী, ও মা চরিত্রে রয়েছেন স্বস্তিকা দাস। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পার্থ ঘটক, চৈতালি জানা এবং বাবলু ব্যানার্জি।
চলচ্চিত্রের কাহিনি ও চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক বিপ্লব কোয়াল নিজেই। বুবাই হালদার ক্যামেরা ও সম্পাদনার দ্বায়িত্ব সামলেছেন।
ইতোমধ্যেই এই ছবির টিসার ও গানগুলি প্রকাশ্যে এসেছে। সংগীত পরিচালনা করেছেন সুবীর চ্যাটার্জি। ছবির টাইটেল সং গেয়েছেন দেবপ্রিয় দাস। ‘রাত পোহালে’ গানটি গেয়েছেন অরিজিৎ কিশোর রায় এবং ‘ঘুমের দেশের রানি’ গানটিতে কণ্ঠ ও সুর দিয়েছেন পরিজাত চক্রবর্তী। গানের কথা লিখেছেন দীপঙ্কর ঘোষ ও অভিলাষ চক্রবর্তী।
খুব শ্রীগ্রই হতে চলেছে এই মুভির টেইলার লঞ্চ পার্টি।
📅 সিনেমাটি মুক্তি পাচ্ছে ১১ই জুলাই, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রেক্ষাগৃহে।

