বড়োপর্দায় ১৯শে জুলাই মুক্তি পেয়েছে অভিনেতা বিক্রম চ্যাটার্জির নতুন ছবি “সূর্য”। প্রেক্ষাগৃহে মুক্তির পর জনপ্রিয়তা পেয়েছে অভিনেতা বিক্রম চ্যাটার্জির ছবি “সূর্য”। পূর্ণ হল ১০০ দিন বড়োপর্দায়। শহরে হয়ে গেল গ্রান্ড সেলিব্রেশনের অনুষ্ঠান। নিজে আগুনে পুড়ে অন্যের জীবনে আলো এনে দেয় সূর্য। অন্যের জীবনে হাসি ফোটায় সূর্য। ছবি মুক্তির আগে আর মাধবান এর শুভেচ্ছাবার্তা পেয়েছিল অভিনেতা বিক্রম চ্যাটার্জি।

ছবিতে বিক্রম চ্যাটার্জির বিপরীতে দেখা গিয়েছে অভিনেত্রী মধুমিতা সরকার ও দর্শনা বনিক কে। উমা চরিত্রে দেখা গিয়েছে অভিনেত্রী মধুমিতা সরকার কে ও দিয়া চরিত্রে দেখা গিয়েছে অভিনেত্রী দর্শনা বনিক কে। ছবির পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক শিলাদিত্য মৌলিক। আর গতকাল “সূর্য” বড়োপর্দায় ১০০ দিন পূর্ণ হল। ১০০ দিনের উদযাপনের অনুষ্ঠান সেলিব্রেশন হল শহরে। উপস্থিত ছিলেন ছবির সমস্ত অভিনেতা অভিনেত্রী ও কলাকূশলীরা।

অভিনেতা বিক্রম চ্যাটার্জি জানান “খুব ভালো লাগবে সবার ভালোবাসায় ১০০ দিনে উজ্বল আমাদের ছবি “সূর্য”। এর আগে আমার প্রতিটি ছবি মুক্তির সময় প্রচুর ভালোবাসা পেয়েছি সবার। এইভাবে সবার ভালোবাসা পেতে চাই। ভালো ছবি উপহার দিতে চাই। ধন্যবাদ জানাই আমাদের প্রযোজক প্রদীপ কাকু কে, আমাদের পুরো টিম কে, সমস্ত দর্শককে”।
