কলকাতা: লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩২২বি১ নতুন লায়নিস্টিক বর্ষ ২০২৫–২৬-এর সূচনা করল এক বর্ণাঢ্য ইনস্টলেশন অনুষ্ঠানের মাধ্যমে, যার শিরোনাম ছিল নব আরম্ভ। এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সভাপতি (২০২৫–২৬) লায়ন এ পি সিংহ। ইনস্টলেশন অফিসারের দায়িত্বে ছিলেন PID ও বোর্ড নিযুক্ত লায়ন সঙ্গীতা জাঠিয়া এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন PID লায়ন প্রেম লাহোটি। জেলার ৯০টিরও বেশি লায়ন্স ক্লাব থেকে প্রায় ৮০০ প্রতিনিধি এই অনুষ্ঠান উপলক্ষে সমবেত হন। এই সন্ধ্যায় নতুন জেলা গবর্নর লায়ন মঞ্জু চামারিয়ার নেতৃত্বে নতুন ক্যাবিনেটের দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়। অনুষ্ঠানজুড়ে বাংলার সংস্কৃতি ও সেবার স্পষ্ট ছাপ ফুটে ওঠে, যা প্রথাগত মর্যাদা এবং মানবিক চেতনার এক অনবদ্য মিশেল। অনুষ্ঠানের আগে লায়ন্স স্বেচ্ছাসেবকরা সমাজকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করেন। তারা ১৫০০ মানুষের জন্য শুকনো রেশন, স্কুল ব্যাগ ও টয়লেটরি কিট প্রস্তুত করেন। এই মানবিক প্রচেষ্টা “We Serve” এই মন্ত্রকে বাস্তবে রূপ দেওয়ার এক নির্ভেজাল প্রয়াস। মিশন ১.৫ গ্লোবাল গ্রোথ ইনিশিয়েটিভের আওতায় বর্ষের প্রথম পাঁচদিনেই গঠিত হয় ৮টি নতুন ক্লাব এবং অন্তর্ভুক্ত হন ২৯০-এর বেশি নতুন সদস্য। আন্তর্জাতিক সভাপতি লায়ন এ পি সিংহ নতুন সদস্যদের মঞ্চে সম্মানিত করেন এবং জেলার দ্রুত ও দৃঢ় সম্প্রসারণকে স্বীকৃতি জানান। অনুষ্ঠানের একটি তাৎপর্যপূর্ণ পর্ব ছিল LCIF-কে ১ লক্ষ মার্কিন ডলার অনুদান প্রদান। জেলার বিভিন্ন ক্লাবের ১০০ জন মেলভিন জোন্স ফেলো এই অনুদান দেন এবং আন্তর্জাতিক সভাপতির হাতে সেই চেক তুলে দেওয়া হয় প্রবল করতালির মাধ্যমে। আন্তর্জাতিক সভাপতি লায়ন এ পি সিংহ বলেন, ভারত আজ শুধু মানসিকতায় নয়, সেবাতেও বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। জেলা ৩২২বি১-এর লায়নদের আজকের উদ্ভাবনী ও প্রতিশ্রুতিবদ্ধ কর্মধারা আমাদের বৈশ্বিক আন্দোলনের প্রকৃত রূপ। আমি এই নব সূচনার অংশ হতে পেরে গর্বিত। জেলা গবর্নর লায়ন মঞ্জু চামারিয়া বলেন, এই ইনস্টলেশন শুধুই দায়িত্ব বদল নয়, বরং এক নতুন অঙ্গীকার—হৃদয় ও নম্রতা নিয়ে সমাজসেবায় এগিয়ে যাওয়ার। এই উদ্দীপনাপূর্ণ ও দূরদর্শী টিম নিয়ে আমরা আমাদের সমাজে প্রকৃত পরিবর্তন আনতে প্রস্তুত। উপরোক্ত তথ্য লায়ন বিজয় জৈন, PRO, লায়ন্স জেলা ৩২২বি১-এর পক্ষ থেকে জানানো হয়েছে। অনুষ্ঠানের সফলতা সম্ভব হয়েছে জেলা গবর্নরের টিমের নিখুঁত সমন্বয়ের মাধ্যমে। ক্যাবিনেট সেক্রেটারি লায়ন নীতু বৈদ, ক্যাবিনেট ট্রেজারার লায়ন দক্ষা শাহ, PRO লায়ন বিজয় জৈন ও লায়ন নিমেশ চাকী তাদের নিরলস প্রচেষ্টায় অনুষ্ঠানটিকে সুচারুভাবে সম্পন্ন করেন। তাদেরকে দিশা দেখিয়েছেন প্রাক্তন জেলা গবর্নর লায়ন কৈলাশ খান্ডেলওয়াল ও লায়ন জি এল চামারিয়া। এই সমন্বিত প্রয়াস অনুষ্ঠানটিকে একটি প্রেরণামূলক ও সেবামূলক যাত্রার সূচনা করে তোলে।

Get paid for every referral—sign up for our affiliate program now! https://shorturl.fm/bEzYj