WhatsApp Image 2025-09-10 at 9.44.07 AM
Spread the love

ভক্তি ,শ্রদ্ধা, আনন্দ, আবেগ উচ্ছ্বাস নিয়ে বাঙালীর শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব | সম্প্রতি ইউনেস্কো সম্মানে সেজে ওঠা বাঙালি উৎসব আর মাত্র কয়েক দিনের অপেক্ষা | পূজো মানেই মা আসছেন মর্তে ! আর মায়ের পুজো হবে সারা বাংলার মন্ডপে মন্ডপে, আবাসনে এমনকি দেশে-বিদেশেও | বিভিন্ন পূজা কর্মকর্তাদের দ্বারা আয়োজিত কলকাতার বিভিন্ন পূজোগুলিকে প্রকৃতির বিচারে, মাটি যখন ভাবনার বিষয়, এবার’ শারদ পুষ্পাঞ্জলি’ সম্মানে ভূষিত করতে চলেছে’ সিগওয়েজ ‘ | বর্তমানে পরিবেশ দূষণ, গাছপালা কেটে ফেলা, বিশ্ব উষ্ণায়ন ইত্যাদিতে ক্ষতিগ্রস্ত পৃথিবী | প্রকৃতি বাঁচলে বাঁচবে পৃথিবীও –এমনই বার্তায় এবার তারা সম্মান প্রদানে সেইসব পুজো গুলিকেই বেছে নেবেন যা পরিবেশ বান্ধব, সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বা সবুজ পৃথিবীর গড়ার লক্ষ্যে বার্তা দেবে। পাঁচটি বিভাগে বিচারকদের বিচারে শুধু কলকাতার মধ্যে বিশেষ পরিবেশ বান্ধব পুজো গুলিই পাবে এই সম্মান | ৯ ই সেপ্টেম্বর কলকাতার এক হোটেলে আনুষ্ঠানিকভাবে উন্মোচন হল শারদ পুষ্পাঞ্জলীর সম্মানের লোগো বা প্রতীকী | উক্ত অনুষ্ঠানে এ দিন লোগো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজক সিগওয়েজের কর্ণধার অরিন্দ্রজিৎ রায় ,ইন্দ্রানী রায় সহ বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশীষ কুমার ,আই পি এস শান্তিদাস বসাক ,ডঃ প্রসূন ঘোষ, সান পরিবারের কর্নধার তুষার কামদার , প্রকৃতিপ্রেমী ফটোগ্রাফার অনুপম হালদার ,ফুটবলার সুমিত মুখার্জি, আইনজীবী অভিজিৎ বন্দোপাধ্যায় , সমাজসেবী নন্দিনী ভট্টাচার্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

1 thought on “প্রকৃতিকে বাঁচাতে “শারদ পুষ্পাঞ্জলি সম্মান”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *