মহানায়ক উত্তম কুমার আমাদের সাংস্কৃতিক জীবনে আলোকবর্তিকা হিসেবে শ্রদ্ধেয়। বাংলা ছায়াছবির ইতিহাসে তাঁর কীর্তিকে এবং, মানব দরদী হিসেবে তাঁর অবদানকে আমরা সব সময় স্মরণ করি। গত ১০ বছর ধরে 24 শে জুলাই, মহানায়কের প্রয়াণ দিবসে, এবং তেসরা সেপ্টেম্বর তাঁর জন্মদিনে আমরা উৎসব পালন করি। সারা বছর মহানায়কের দর্শনের পথে আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে পথ চলি। প্রত্যেক বছর ২৪ শে জুলাই, মহানায়ক এর সাথে যারা ক্যামেরার পেছনে প্রান্তিক শিল্পীরা ছিলেন, তাদের পিয়ারলেস হাসপাতালের সহযোগিতায় স্বাস্থ্য পরিষেবা এবং আর্থিক সহযোগিতা আমরা করে থাকি। প্রত্যেক বছর জীবন্ত কিংবদন্তী হিসেবে একজন মান্য শিল্পীকে উত্তম স্মারক সম্মানে আমরা সম্মানিত করি ।শ্রীমতি মাধবী মুখার্জি থেকে শুরু করে লিলি চক্রবর্তী মতন মান্যজনদের আমরা শ্রদ্ধার্ঘ অর্পণ করেছি।
এবছর শ্রীমতি শকুন্তলা বড়ুয়া কে আমরা উত্তম স্মারক সম্মান ( life time achievement) সম্মানে সম্মানিত করা হয়েছে। সংগীত পরিবেশন করেছেন শ্রীকান্ত আচার্য, লোপামুদ্রা মিত্র, রূপঙ্কর বাগচী, মনোময় ভট্টাচার্য , সৈকত মিত্র, সপ্তক ভট্টাচার্য , গৌরব সরকার, অরিত্র দাসগুপ্ত,চন্দ্রিকা ভট্টাচার্য, সুজয় ভৌমিক, এরা সংগীত পরিবেশন করেন। অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী, এবং উত্তম কুমার পরিবারের সদস্য গৌতম চট্টোপাধ্যায় wife সুমনা ও মহুয়া,কার্তিক ব্যানার্জী ও দেবাশীষ কুমার প্রমুখ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। উত্তম কুমার চিরকাল টেকনিশিয়ানদের সাহায্য করেছেন। সেই ধারা অব্যাহত রেখে প্রতি বছরের মতো এ বছরও ২ জন টেকনিশিয়ান , যারা উত্তম কুমারের সঙ্গে কাজ করেছেন এমন দুজন কে আর্থিক সাহায্য ১০,০০০ টাকা এবং পিয়ারলেসের পক্ষ্য থেকে তাঁদের চিকিৎসার সমস্ত খরচ বহন করার প্রতিশ্রুতি করা হয় এবং সেই সংক্রান্ত সমস্ত কাগজপত্রও ওনাদের হাতে তুলে দেওয়া হয়। যে দুজন কে সাহায্য করা হয় তাঁদের details টা নিচে দিয়ে দিলামঃ
১. বিশ্বজিৎ ব্যানার্জী
২. অনুপ কুমার বিশ্বাস


https://shorturl.fm/yqT0J