TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ঘরের শত্রু’ … ২৫ মে ২০২৫, রবিবার, রাত ১০ টায়

Spread the love

কলকাতা, ২৫শে মে: ৬ মে, মধ্যরাত পেরিয়েছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীর আর পাকিস্তানের মাটিতে ৯ টা পর-পর মিসাইল আক্রমণ ভারতের। অপেরেশন সিঁদুর। ২৬ জন নারীর সিঁথির সিঁদুর মোছার জবাব আমরা দিয়েছি। তছনছ হয়ে গেছে পাকিস্তান। ওদের জঙ্গি ঘাঁটি থেকে সেনা বেস। পাকিস্তানের ঘুম কেড়ে নিয়েছি আমরা। এখন কোন পথে ভারতকে নাস্তানাবুদ করতে চাইছে পাকিস্তান? আমাদের দেশের মানুষকেই গুপ্তচর হিসেবে ব্যবহার করে? তাহলে আমাদের আর্মি যতই লড়াই করুক পাকিস্তানের সঙ্গে, বর্ডার সুরক্ষিত রাখতে প্রাণ দিক জওয়ানরা, দেশকে ঘুনপোকার মতো খেয়ে ফেলবে এই সব গুপ্তচররা। জোত্যিরানী মালহোত্রা একটা নাম এখন শিরোনামে। আগুন রূপ। একের পর এক আকর্ষণ কেড়ে নেওয়া ভিডিও।  ট্রাভেল ব্লগেই লুকিয়ে চরবৃত্তির রহস্য? ট্রাভেল ভিডিও বানানোর অছিলায় পাকিস্তান সফর। সেখানেই যোগাযোগ আইএসআই কর্তাদের সঙ্গে? নাকি দিল্লিতে পাক দূতাবাসেই শুরু চরবৃত্তির? দিনের পর দিন চরবৃত্তি করে সে পাকিস্তানের কাছে বিক্রি করেছে দেশের তথ্য? কোন কোন স্পর্সকাতর জায়গায় ঘুরে বেরিয়েছে সে? ইউটিউব ভিডিওতেই ফাঁস করেছে সেনার স্ট্র্যাটেজিক লোকেশন? জ্যোতির কেঁচো খুঁড়তে আর কোন কেউটের নাম উঠে আসছে? সামনে আসছে অন্য কোন গুপ্তচরের নাম? জ্যোতির সঙ্গে পহেলগাওঁ কাণ্ডের কোন যোগ লুকিয়ে? উত্তর খুঁজতেই

TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ঘরের শত্রু’ … ২৫ মে ২০২৫, রবিবার, রাত ১০ টায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *