নতুন থ্রিলার ছবিতে জুটিতে মীর-রিত্তিকা। নামী অভিনেত্রীর শ্যুটিং এ খুন! তদন্তে পুলিশ ও রিপোর্টার। প্রকাশ্যে ফার্স্ট লুক।

Spread the love

পরিচালক আতিউল ইসলাম এর পরিচালনায় জুটিতে আসছে রিত্তিকা সেন ও মীর।ছবির নাম “মহরত”। প্রকাশ্যে এল ছবির ফার্স্ট লুক৷ একগুচ্ছ তারকা নিয়ে ইতিমধ্যে ছবির শ্যুটিং শেষ হয়েছে। ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন দেবলীনা দত্ত, রজতাভ দত্ত, বিশ্বরুপ বিশ্বাস, দেবরাজ ভট্টাচার্য।

কলকাতা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে শ্যুটিং এর প্রথমদিন, শ্যুটিং চলাকালীন গুলি করে খুন করা হয় শহরের নামকরা অভিনেত্রী অপর্ণা মুখার্জিকে। তার প্রাক্তন স্বামী সৃজন বন্দ্যোপাধ্যায় পেশায় নামকরা চিত্র পরিচালক। খুন, রহস্যের মোড়কে ছবি শুরু হয়। ছবির গতি যত এগোতে থাকে,ততই খুনের রহস্য উন্মোচনে মুখ্য ভূমিকা পালন করে মিডিয়া। তদন্ত যত গভীরে যায়, তত যেন সম্পর্কের সমীকরণ, মানুষের প্রতি মানুষের হিংসা, অসৎ পথে নিজের জীবনযাপন করা, প্রতিপত্তির চূড়ায় ওঠার জন্য কিভাবে পাশে থাকা মানুষটাও একদিন শত্রু হয়ে ওঠে সেগুলোই ফুটে উঠতে থাকে। এই সবকিছু নিয়ে “মহরত”। ছবিতে অভিনেতা মীর কে দেখা যাবে ঈশান চরিত্রে, অন্যদিকে রিত্তিকা সেন কে মোহর চরিত্রে দেখা যাবে।

ছবিতে মিউজিক এর দ্বায়িত্বে রয়েছেন সমিধ মুখার্জি ও মশিউর রহমান। গান গেয়েছেন শিল্পী রুপম ইসলাম। ছবির শ্যুটিং হয়েছে কলকাতা শহরে ও মুর্শিদাবাদে। এই প্রথম অভিনেতা মীর ও অভিনেত্রী রিত্তিকা সেন কে জুটিতে দেখা যাবে। ছবিটি মুক্তি পাবে প্রযোজক সেলিনা খাতুন এর প্রযোজনাতে “মীর এন্টারটেইনমেন্ট” এর ব্যানারে।

অভিনেতা মীর জানান “থ্রিলার ছবিতে দর্শকদের অন্যরকম স্বাদ দেবে এই ছবি। ঈশান চরিত্রে অনেক গুলো লেয়ার রয়েছে। একজন পুলিশ অফিসার এর চরিত্রে নিজেকে তৈরি করাটা খুব চ্যালেঞ্জিং ছিল। অন্যদিকে রিত্তিকা সেন এই সাথে কাজের অভিজ্ঞতা দারুন। আশা করছি নতুন ধরনের একটা থ্রিলার ছবি দর্শকদের উপহার দিতে পারবো”।

অন্যদিকে অভিনেত্রী রিত্তিকা সেন জানান “মোহর চরিত্রটা খুব সাহসী। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো তার ছোটো থেকেই। সমাজে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা একজন রিপোর্টার এর চরিত্রে আমাকে দেখা যাবে। ছবির শুরুতে একজন নামী অভিনেত্রীর মার্ডার হয়। সব কিছু ধামাচাপা দেওয়া থেকে অন্যায় কে সবার সামনে তুলে আনাটা মোহরের কাছে খুব চ্যালেঞ্জিং এবং এই যুদ্ধে ঈশান চরিত্রটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অবশেষে মোহর কি জিতবে! এই সবকিছু নিয়ে আমরা আসছি নতুন ছবি “মহরত” এ।

ছবিতে সিনেমাটোগ্রাফি করেছেন রফিকুল ইসলাম। চলতি বছরে বড়োপর্দায় পরিচালক আতিউল ইসলাম এর পরিচালনায় মুক্তি পাবে এই ছবি “মহরত”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *