গতকাল সন্ধ্যায় হাওড়া শরৎ সদন মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল ইন্ডিয়ান ফিল্ম মেকারস অ্যাসোসিয়েশন ও ভয়েজ টেক স্টুডিওর পরিচালনায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভেল বে অফ বেঙ্গল

Spread the love

গতকাল সন্ধ্যায় হাওড়া শরৎ সদন মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল ইন্ডিয়ান ফিল্ম মেকারস অ্যাসোসিয়েশন ও ভয়েজ টেক স্টুডিওর পরিচালনায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভেল বে অফ বেঙ্গল । চলচ্চিত্র উৎসবের অঙ্গ রূপে বাংলার বুকে প্রথমবার ভারতবর্ষের বেশ কয়েকটা রাজ্য তথা বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতাদের বিবিধ চলচ্চিত্র প্রদর্শিত তথা পুরস্কৃত হল।
আসাম,মনিপুর ,কেরল ,হায়দরাবাদ,মহারাষ্ট্র ,তামিলনাড়ু ,কর্ণাটক,পাঞ্জাব ,রাজস্থান আরো বিভিন্ন রাজ্যের চলচ্চিত্র নির্মাতারা ফিল্ম মেকার্স মঞ্চ থেকে পুরস্কার গ্রহণ করেন । তাদেরকে সম্মান জানাতে মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্নালিস্ট ও ডিরেক্টর ঋতব্রত ভট্টাচার্য। ডিরেক্টর,প্রডিউসার এবং ডিস্ট্রিবিউটর শিউলি গোমস । ন্যাশনাল, ইন্টারন্যাশনাল মিউজিক কম্পোজার পন্ডিত মল্লার ঘোষ । বাংলা দূরদর্শনের ৩০ বছরের নিউজ ডিরেক্টর পার্থ চক্রবর্তী,কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট ও অভিনেতা অসীম কর্মকার। ন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড জয়ী সোশ্যাল কর্মী অনির্বাণ সামন্ত । বিশিষ্ট আবৃত্তিকার ও অভিনেত্রী মল্লিকা ঘোষ।ওড়িশি নৃত্য গুরু মাতা সোমা গুহ।সমগ্র অনুষ্ঠান ব্যবস্থাপনায় সংস্কৃতিবান , সমাজসেবক ও চলচ্চিত্র পরিচালক বাদল সরকার। ইন্ডিয়ান ফিল্ম মেকার অ্যাসোসিয়েশন সম্পাদক রামাচরণ রেড্ডি। অনুষ্ঠান সভাপতি বাদল সরকার জানিয়েছেন ইন্ডিয়ান ফিল্ম মেকার বাংলায় আরো অভিনব ভাবে ফিল্ম ফেস্টিভ্যাল আগামী দিনে আয়োজন করবে এবং শর্ট ফিল্ম মেকারদের আর্থিক উন্নতি ও সাহায্যের ব্যবস্থায় হাত বাড়াবে ।সম্পাদক রামাচন্দ্র রেড্ডি জানিয়েছেন আমাদের আজকের অনুষ্ঠান প্রথমবার। কথা দিয়েছেন আগামী দিনে বিভিন্নভাবে ফিল্ম মেকারদের কে পথ দেখাবেন। সমস্ত অতিথি, কলাকুশলী এবং দর্শক আপ্লুত ও অভিভূত ।সমস্ত অনুষ্ঠান সম্পাদনা করেছেন রাজকুমার সেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *