WhatsApp Image 2025-11-18 at 2.25.26 PM
Spread the love

“El Sailijo 2.0–এর মহাসমারোহ: মোহনবাগান ফ্যান ক্লাবের বর্ণাঢ্য অনুষ্ঠানে নচিকেতা থেকে অনুপম হালদার, সবার উপস্থিতির ঘোষণা”আইকনিক ইভেন্ট প্ল্যানার এবং মেরিনার্স ডি’হার্টস কমিটির উদ্যোগে আজ বিকেল ৩:৩০ মিনিটে অনুষ্ঠিত হলো বার্ষিক অনুষ্ঠান “El Sailijo 2.0 – 2025”–এর বর্ণাঢ্য প্রেস কনফারেন্স।
রঙিন পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান আয়োজক অরিন্দম মল্লিক, অভিষেক মজুমদার, বিথিকা বসাক, রিঙ্কি ঘরাই ।

সংগঠনের সেক্রেটারি অভিষেক মজুমদার জানান, ২০১৩ সাল থেকে মাত্র কয়েকজন সদস্য মিলে একটি হোয়াটস্যাপ গ্রুপের মাধ্যমে এই ফ্যান ক্লাবের পথচলা শুরু হয়। এক দশকের ভ্রমণের পর ২০২৪ সালের অক্টোবর মাসে তারা আনুষ্ঠানিকভাবে একটি অফিশিয়াল মোহনবাগান ফ্যান ক্লাব হিসেবে আত্মপ্রকাশ করেন। ফ্যান ক্লাবের আগামী বড় উদ্যোগের মধ্যে রয়েছে রক্তদান শিবির, যেখানে সংগৃহীত রক্ত হস্তান্তর করা হবে ভারতীয় সেনাবাহিনীকে।

প্রেসিডেন্ট অরিন্দম মল্লিক জানান, মোহনবাগান সমর্থকদের এক ছাতার নিচে আনা এবং তাদের সুবিধা–সুবিধা প্রদানই এই ফ্যান ক্লাবের মূল লক্ষ্য। তিনি আরও জানান, আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে একটি বিরাট সাংস্কৃতিক ও বর্ণাঢ্য অনুষ্ঠান, যেখানে উপস্থিত থাকবেন,

বিখ্যাত গায়ক নচিকেতা চক্রবর্তী।

শ্রীঞ্জয় বসু (সেক্রেটারি, মোহন বাগান A.C)।

বাবুন বন্দ্যোপাধ্যায় (জয়েন্ট সেক্রেটারি, বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া)।

অনুপম হালদার (WBCS, জয়েন্ট কমিশনার, WB এক্সসাইজ)।

কুনাল ঘোষ (জার্নালিস্ট & ফর্মের MP),

কুনাল সাহা (জয়েন্ট সেক্রেটারি, WB প্রগ্রেসিভ বক্সিং এসোসিয়েশন),

মানস ভট্টাচার্য (ফুটবলার),

শ্যাম থাপা (ইন্ডিয়ান ফর্মের ফুটবলার ),

আজকের প্রেস কনফারেন্স মূলত এই আসন্ন অনুষ্ঠানের প্রস্তুতি, অতিথিদের তালিকা এবং ভবিষ্যৎ পরিকল্পনার ওপর ভিত্তি করে অনুষ্ঠিত হয়।

মোহনবাগানপ্রেমী সমর্থকদের জন্য এটি নিঃসন্দেহে এক বিশেষ প্রত্যাশার দিন।

1 thought on “‘আইকনিক ইভেন্ট প্ল্যানার’ এবং ‘মেরিনার্স ডি’হার্টস’ কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো বার্ষিক অনুষ্ঠান “El Sailijo 2.0 – 2025” –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *