IMG-20250622-WA0001
Spread the love

 

 

*কলকাতা, ২২শে জুন:* হাজার নিষেধাজ্ঞা জারি করেও পরমাণু কর্মসূচি থেকে সরানো যায়নি ইরানকে। তাদের সবক শেখাতে এ বার সরাসরি হামলা চালাল ইজরায়েল। ১৩ জুন ২০২৫। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা করলেন অপেরেশন রাইজিং লায়নের কথা। কিন্তু কাজের কাজ কিছু হল কি? ভাঙা গেল ইরানের পরমাণু পরিকাঠামো? নাকি আমেরিকা আসরে না-নামলে ইরানের পরমাণু-স্বপ্ন ভাঙবে না? ইরান-ইজরায়েল যুদ্ধের দশ দিন পরেও এই সব প্রশ্নের উত্তর অজানা। তবে দশ দিনেই ছারখার ইরান। একের পর এক আছড়ে পড়ছে ইজরায়েলি ড্রোন-মিসাইল। মারা যাচ্ছেন একের পর এক সেনাকর্তা। পাল্টা হামলা চলছে বটে, কিন্তু শেষ পর্যন্ত ইজরায়েলকে কি ঠেকিয়ে রাখতে পারবে ইরান? এই যুদ্ধ আরও একটি প্রশ্ন তুলছে  তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে আমরা? যুদ্ধ পরিস্থিতির কী প্রভাব পড়বে ভারতে? গ্রাউন্ড জিরোয় রিপোর্টিং ও বিশেষজ্ঞদের মতামত সহ _*TV9 বাংলার নতুন নিউজ সিরিজ  ‘তেহরানে ত্রাহিরব!’ … ২২ জুন, ২০২৫ রবিবার  রাত ১০ টায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *